তারপরও আফগানদের কাছে শেখার কিছু নেই-বলছেন মাহমুদউল্লাহ!



স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম
সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদ

সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদ

  • Font increase
  • Font Decrease

টেস্টে আফগানিস্তানের কাছে বাংলাদেশ তাদের প্রথম মোকাবেলায় হেরেছে ২২৪ রানে।
তাও আবার কোথায়?

নিজ মাটিতে। পরিচিত কন্ডিশনে। অভিজ্ঞতায় বাংলাদেশ টেস্টে অনেক এগিয়ে থাকলেও জিতেছে কিন্তু আফগানিস্তানই।

টি-টোয়েন্টিতেও দু’দেশের মধ্যে পরিসংখ্যানে আফগানিস্তান অনেক দূর এগিয়ে। উভয় দল এই ফরমেটে মুখোমুখি হয়েছে ৬ ম্যাচে। বাংলাদেশ জিতেছে প্রথম এবং সর্বশেষটিতে। মাঝের চারটিতে জয়ী দল আফগানিস্তান। ব্যবধানটা এমন আফগানিস্তান ৪, বাংলাদেশ ২!

এগিয়ে আছে বাংলাদেশ শুধু ওয়ানডে ক্রিকেটের পরিসংখ্যানে।

এবারের সফরে আফগানিস্তানের পারফরমেন্সকে চমকপ্রদ বলা যেতেই পারে। বোঝাই যাচ্ছে ক্রিকেটে অনেক এগিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। তবে আফগানিস্তানের কাছে টেস্ট সিরিজে বড় হার এবং টি- টোয়েন্টিতে অনেকদুর পিছিয়ে থাকলেও বাংলাদেশের সিনিয়র ব্যাটসম্যান মাহমুদউল্লাহ মানছেন যে-এই আফগানিস্তানের কাছ থেকে শেখার কিছু নেই!

বৃষ্টিতে টি- টোয়েন্টি সিরিজের ফাইনাল পন্ড হওয়ায় উভয় দল যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে। ট্রফি ভাগাভাগি হয়েছে দু’দলের মধ্যে।

বৃষ্টিস্নাত এমন ফাইনালের পর মাহমুদউল্লাহ রিয়াদ মঙ্গলবার রাতে টেস্ট এবং টি- টোয়েন্টি সিরিজের বিশ্লেষণ করতে বসে বললেন-‘ আমার মনে হয় না, ওদের কাছ থেকে আহামরি কিছু শেখার আছে। আমাদের ভুলের পরিমান বেশি ছিল, তাই আমাদের পক্ষে রেজাল্ট আসেনি। তবে এটা ঠিক যে আফগানিস্তানকেও ক্রেডিট দিতে হচ্ছে। ওরা খুব ভাল ক্রিকেট খেলেছে। একই সময় আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি। পারফরম্যান্স মানলে তো অবশ্যই হতাশার জায়গাই বেশি। নিজেদের যোগ্যতা অনুযায়ী আমরা পারফর্ম করতে পারিনি।’

বৃষ্টিতে টি- টোয়েন্টি সিরিজের ট্রফি ভাগাভাগি হয়েছে, তবে বাস্তবতা হলে আফগানিস্তান পুরো সফরে যে দাপুটে ক্রিকেট খেলেছে তাতে নিশ্চিতভাবে মানতেই হচ্ছে তারা শুধু এককদম নয়, তারা সাম্প্রতিক সময়ের ক্রিকেটে অনেক পা এগিয়েছে।
আর বাংলাদেশ পিছিয়েছে!

তবে মাহমুদউল্লাহ’র বিচার বিশ্লেষণ বলছে-আফগানিস্তানের কাছ থেকে শেখার কিছু নেই, জানারও কিছু নেই!

নিজ দলের পারফরমেন্স প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলছিলেন- ‘আমার মনে হয় সার্বিকভাবে টি- টোয়েন্টি সিরিজে আমরা ভাল ক্রিকেট খেলেছি। তবে কিছুকিছু বিভাগে এখনো আমাদের উন্নতির জায়গা আছে। আমাদের কোচও এই বিষয়ে জানিয়েছে। আশা করছি পরের সিরিজে সেই দিকগুলো নিয়ে আমরা কাজ করবো।’

আর্ন্তজাতিক ক্রিকেটে বাংলাদেশের পরের অ্যাসাইনমেন্ট ভারতের বিরুদ্ধে। দুই টেস্ট ও তিন ম্যাচের টি- টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, ভারতের মাটিতে নভেম্বরে। সেই সিরিজের আগে আফগানিস্তানের কাছে টেস্টে হার নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেটের জন্য সার্বিক সুখকর কোন খবর নয়?

মাহমুদউল্লাহ এবার মেনে নিলেন- ‘আফগানিস্তানের বিপক্ষে টেস্টে অবশ্যই আমাদের পারফরমেন্স হতাশাজনক ছিল। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের দল এরচেয়ে ভাল পারফর্ম করার যোগ্যতা রাখে।  টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর আমরা নিজেদের মধ্যে কোচসহ সবাই কথাবার্তা বললাম। টি- টোয়েন্টি সিরিজে শক্তিশালী হয়েই ফিরতে হবে-এই চিন্তা নিয়েই নামলাম আমরা। তারপর টি- টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচেই হারলাম আমরা। মানছি যে, সেই হারে আমরা কিছুটা হলেও ব্যাকফুটে চলে যাই। তবে সবার ভেতরে যে ভাল করার একটা ইচ্ছেটা ছিল, দল হিসেবে সেটাই আমাদের অনেক কাজে দিয়েছে। ভারতের বিপক্ষে সিরিজেও ভাল কিছু করতে হলো বাংলাদেশকে অবশ্যই ‘‘এ’’ গ্রেডের ক্রিকেট খেলতে হবে।’

   

বুমরাদের ধুলায় মিশিয়ে রানপাহাড়ে দিল্লি



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলে রানের ফোয়ারা ছুটছে। টি-টোয়েন্টিতে যেখানে কিছুদিন আগেও দুইশ রানকে বড়সড় সংগ্রহ ভাবা হত, সেই দুইশ রান বা তারও বেশি আড়াইশ ছাড়ানো স্কোরও এখন হাতে মোয়া। গত রাতেই যেমন টি-টোয়েন্টিতে ২৬২ রানের বিশ্বরেকর্ড রানতাড়ার কীর্তি দেখাল পাঞ্জাব কিংস। এবার নিজেদের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ল দিল্লি। ঘরের মাঠে বুমরাদের ধুলায় মিশিয়ে ৪ উইকেটে ২৫৭ রানের পাহাড় গড়েছে তারা।

দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় মুম্বাই। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তোলে দিল্লীর দুই ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক ও অভিষেক পোরেল। দুজনের মধ্যে মুম্বাইয়ের বোলারদের উপর বেশি চড়াও হন ফ্রেজার-ম্যাগার্ক। ইনিংসের প্রথম ওভারেই লুক উডকেই ছাতু বানিয়ে ১৯ রান তোলেন তিনি।

মাত্র ১৫ বলেই অর্ধশত রানের মাইলফলকে পৌঁছান। তার তাণ্ডবে পাওয়ার প্লে’তে বিনা উইকেটে ৯২ রান স্কোরবোর্ডে জমা করে দিল্লি।

ফ্রেজার-ম্যাগার্ক যখন দুর্দান্ত গতিতে ছুটছেন তিন অঙ্কের দিকে, তখন তার সামনে অভিজ্ঞ স্পিনার পীযুষ চাওলা। তার গুগলিতে ডিপ মিডউইকেটে থাকা মোহাম্মদ নবীর হাতে ধরা পড়েন ফ্রেজার-ম্যাগার্ক। ফেরার আগে ২৭ বলে ১১ চার এবং ৬ ছক্কায় ৮৪ রান আসে তার ব্যাটে।

ফ্রেজার-ম্যাগার্ক সাজঘরের পথ ধরার পর কিছুটা শ্লথ হয় দিল্লীর রান তোলার গতি। নবীর করা দশম ওভারের চতুর্থ বলে স্টাম্পড হন অন্য ওপেনার অভিষেক (৩৬)।

তবে তিনে নামা ক্যারিবিয়ান ব্যাটার শাই হোপের ব্যাটে আবার ছন্দ খুঁজে পায় তারা। ১৭ বলে ৫ ছক্কায় ৪১ রান করেন তিনি। শেষদিকে ট্রিস্টান স্টাবসের বিস্ফোরক ব্যাটিংয়ে আড়াইশ ছাড়িয়ে যায় দিল্লীর সংগ্রহ। ২৫ বলে ৬ চার এবং ২ ছয়ে ৪৮ রানে অপরাজিত থাকেন স্টাবস।

মুম্বাইয়ের বোলারদের মধ্যে ৪ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন নবী, জশপ্রীত বুমরা, পীযুষ এবং লুক উড।

;

বেয়ারস্টো-নারাইনদের মহাকাব্যিক দ্বৈরথে যত রেকর্ড



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলটা রীতিমত রান উৎসবের খেলায় পরিণত হয়েছে। দিনকে দিন ছাড়িয়ে যাচ্ছে সব রেকর্ড। ২৬০ এর বেশি রান হচ্ছে নিয়মিতই। এবার শুরু হয়েছে আড়াইশর বেশি রান তাড়ার মহড়া। পাঞ্জাব দেখালো ২৬১ রানও তাড়া করা সম্ভব। তাও আবার ৮ বল হাতে রেখে। কলকাতার বিপক্ষে পাঞ্জাবের এই রান তাড়ার ঘটনা টি-টোয়েন্টি ক্রিকেটেই সর্বোচ্চ রান তাড়ার মাইলফলক।

কলকাতা এবং পাঞ্জাব দুই দল মিলে ছক্কা হাঁকিয়েছে ৪২টা। যেটা টি-টোয়েন্টি একম্যাচে দুই দল মিলিয়ে সর্বোচ্চ। আগে ছিলো ৩৮টা।

এই রান তাড়ার পথে পাঞ্জাব ছক্কা মেরেছে ২৪ টা। যেটা টি-টোয়েন্টি এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ। মঙ্গোলিয়ার বিপক্ষে ২৬ ছক্কা মেরে এক নম্বরে রয়েছে নেপাল।

মজার ব্যাপার হচ্ছে দুই দলের চার ওপেনারের চারজনই পেয়েছেন ফিফটির দেখা। কেকেআরের হয়ে ফিল সল্ট ৭৫ এবং সুনীল নারিন করেন ৭১ রান। পাঞ্জাবের হয়ে প্রভসিমরান করেন ৫৪ আর জনি বেয়ারস্টো অপরাজিত থাকেন ১০৮ রানে।

এই চারজন ছাড়াও ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন শশাঙ্ক সিং। পাঁচ ব্যাটারের প্রত্যেকেই ফিফটি করেছেন দুইশোর বেশি স্ট্রাইক রেটে। যেটা টি-টোয়েন্টিতে এবারই প্রথম।

এই নিয়ে সপ্তম বারের মতো দুইশো প্লাস স্কোর চেজ করেছে পাঞ্জাব। টি-টোয়েন্টিতে কোনো নির্দিষ্ট দলের হয়ে যেটা সর্বাধিক।

;

ফিলিস্তিনের ক্রীড়াবিদদের সুখবর দিল অলিম্পিক



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর দেশটিকে অলিম্পিক সব টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করে। কিন্তু ফিলিস্তিনের গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর পরও ইসরায়েলের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি তারা। এই কারণে বিভিন্ন মহল থেকে ‘ডাবল স্ট্যান্ডার্ড’-এর অভিযোগ ওঠে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বিরুদ্ধে। সে অভিযোগের মুখেই এবার প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের বিষয়ে ফিলিস্তিনি ক্রীড়াবিদদের সুখবর দিয়েছে সংস্থাটি।

বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, গত শুক্রবার (২৬ এপ্রিল) আইওসির সভাপতি টমাস বাখ প্যারিস অলিম্পিকে ফিলিস্তিনি ক্রীড়াবিদদের অংশগ্রহণের ব্যাপারে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। তার কথা অনুযায়ী, প্যারিস অলিম্পিকে যদি ফিলিস্তিনের কোনো ক্রীড়াবিদ সাধারণ প্রক্রিয়ায় অংশ নেয়ার সুযোগ নাও পান, তবু দেশটির ৬ থেকে ৮ জন ক্রীড়াবিদকে মূল আসরে অংশ নেয়ার সুযোগ করে দেবে আইওসি।

সুইজারল্যান্ডের লজানে অলিম্পিক সদরদপ্তরে দেয়া সাক্ষাৎকারে বাখ বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে ফিলিস্তিনের কোনো ক্রীড়াবিদই যদি মাঠের খেলা দিয়ে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন না করতে পারে, তবু ফিলিস্তিনের জাতীয় অলিম্পিক কমিটি আমন্ত্রণের মাধ্যমে লাভবান হবে।’

বাখ এও জানিয়েছেন যে, গাজায় যুদ্ধ শুরু পর থেকেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বিভিন্নভাবে খেলোয়াড়দের অনুশীলন চালিয়ে যাওয়া এবং বাছাইয়ে অংশ নেয়ার ক্ষেত্রে সহায়তা করে এসেছে।

;

শাহরুখের কাটা ঘায়ে নুনের ছিটা প্রীতি জিনতার দলের শশাঙ্কের



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঘরের মাঠে ২৬১ রান করেও পাত্তা পায়নি কলকাতা নাইট রাইডার্স। ৮ বল আর ৮ উইকেট হাতে রেখেই জয়ের দেখা পেয়ে যায় পাঞ্জাব কিংস। ম্যাচের শেষদিকে পাঞ্জাবের হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন শশাঙ্ক ২৮ বলে ২ চারের সঙ্গে ৮ ছক্কায় ৬৮ রানের হার না মানা ইনিংস খেলে পাঞ্জাবকে এনে দেন ইতিহাসগড়া জয়। 

ম্যাচের পর কলকাতার মালিক শাহরুখ খানের কাটা ঘায়ে নুনের ছিটাও দিয়েছেন আরেক বলিউড তারকা প্রীতি জিনতার দলে খেলা এই তরুণ ক্রিকেটার।

পাঞ্জাব কিংসের এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, শাহরুখের দুই হাত দুই দিকে ছড়িয়ে দেয়া সিগনেচার পোজ দিচ্ছেন শশাঙ্ক। ব্যাকগ্রাউন্ডে শাহরুখ খানের আইকনিক সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র গান।

শুধু শশাঙ্কই নন, শাহরুখের দল কলকাতার বোলারদের শাসন করেছেন ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টো এবং প্রভসিমরান সিংও। ৪৮ বলে ১০৮ রানে অপরাজিত থেকে পাঞ্জাবকে জিতিয়ে মাঠ ছেড়েছেন বেয়ারস্টো। আর ২৬২ রান তাড়ায় ২০ বলে ৫৪ রান করে পাঞ্জাবকে শুরুতেই ছন্দ এনে দেন প্রভসিমরান সিং।

;