রাবিতে দু’দিনব্যাপী বিজ্ঞান উৎসব শুরু ২৮ সেপ্টেম্বর

  • রাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলনে বিজ্ঞান উৎসবের কথা সাংবাদিকদের জানানো হয়, ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে বিজ্ঞান উৎসবের কথা সাংবাদিকদের জানানো হয়, ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চতুর্থবারের মতো দু’দিনব্যাপী জাতীয় বিজ্ঞান উৎসব শুরু হচ্ছে আগামী শনিবার (২৮ সেপ্টেম্বর)। বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ও জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি জাদুঘরের যৌথ উদ্যোগে এদিন দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি আশরাফুল আলম এ তথ্য জানান।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এ উৎসবের উদ্বোধন করবেন রাবি ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মাদ আকবর হোসাইন উপস্থিত থাকবেন।’

এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা এবং অধ্যাপক ড. চৌধুরী মো.জাকারিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ বিভিন্ন অনুষদের অধিকর্তা বিভিন্ন ইন্সিটিউটের পরিচালক এবং সায়েন্স ক্লাবের উপদেষ্টা মণ্ডলী।

বিজ্ঞাপন

আশরাফুল আলম আরও বলেন, ‘উৎসবের বিভিন্ন সেমিনার অলিম্পিয়াড ও বিভিন্ন প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের ডিনস ভবন ও বিজ্ঞান ভবনগুলোতে অনুষ্ঠিত হবে। উৎসবে ইভেন্ট হিসেবে থাকছে ইভেন্টপ্রোজেক্ট শো, সায়েন্স অলিম্পিয়াড, থ্রি এমটি প্রেজেন্টেশন, পপুলার সায়েন্স টক, সায়েন্টেফিক বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন, সায়েন্টিফিক পেইন্টিং কম্পিটিশন, সায়েন্টিফিক স্টোরি রাইটিং কম্পিটিশন, রুবিক্স কিউব, ফটোগ্রাফি কনটেস্ট ও ৬উ মুভি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক প্রক্টর তরিকুল ইসলাম, ক্লাবের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক মেহেদি হাসান, সাবেক সহ-সভাপতি আহসান হাবিব, সহ-সভাপতি সানজিদা সেতু।