শীর্ষে ফিরল অজেয় রিয়াল

  • স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভিনিসিয়াস জুনিয়রকে কোচ  জিদানের অভিনন্দন, ছবি: সংগৃহীত

ভিনিসিয়াস জুনিয়রকে কোচ জিদানের অভিনন্দন, ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে লা লিগায় অজেয় থাকার রেকর্ডটা ধরে রাখল রিয়াল মাদ্রিদ। ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে কোচ জিনেদিন জিদানের দল ফিরল পয়েন্ট তালিকার শীর্ষে।

গ্যারেথ বেলের মতো দলের তারকা খেলোয়াড়দের বিশ্রামেই রেখে ছিলেন কোচ জিদান। কারণ শনিবার মাদ্রিদ ডার্বিতে প্রতিপক্ষ অ্যাটলেটিকো। কিন্তু তারপরও নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে জয়ের জন্য বেগ পেতে হয়নি রিয়ালের তারুণ্য নির্ভর দলকে।

বিজ্ঞাপন

অতিথি ওসাসুনা শুরুটা দুর্দান্ত করেছিল। কিন্তু ৩৬তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়র মৌসুমে নিজের প্রথম গোল করতেই এগিয়ে যায় রিয়াল।

৭২তম মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। এই দুই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

চার জয় আর দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে এখন রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর চেয়ে এক পয়েন্টে এগিয়ে তারা।