ওশানােগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে ৩৪ কর্মকর্তা নিয়োগ
বাংলাদেশ ওশানােগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের রাজস্ব খাতভুক্ত পাঁচ পদে ৩৪ কর্মকর্তা নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
পদের নাম: প্রিন্সিপ্যাল সাইন্টিফিক অফিসার
পদসংখ্যা: (ক) ফিজিক্যাল ও স্পেস ওশানােগ্রাফি বিভাগ/ এনভায়রনমেন্টাল ওশানােগ্রাফি এবং ক্লাইমেট বিভাগ ১টি
(খ) ভূতাত্ত্বিক ওশানােগ্রাফি বিভাগ ১টি
(গ) কেমিক্যাল ওশানােগ্রাফি বিভাগ ১টি
(ঘ) বায়ােলজিক্যাল ওশানােগ্রাফি বিভাগ ১টি
বেতনস্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা
পদের নাম: সিনিয়র সাইন্টিফিক অফিসার
পদসংখ্যা: (ক) ফিজিক্যাল ও স্পেস ওশানােগ্রাফি বিভাগ ১টি
(খ) ভূতাত্ত্বিক ওশানােগ্রাফি বিভাগ ১টি
(গ) কেমিক্যাল ওশানােগ্রাফি বিভাগ ১টি
(ঘ) বায়ােলজিক্যাল ওশানােগ্রাফি বিভাগ ২টি
(ঙ) এনভায়রনমেন্টাল ওশানােগ্রাফি এবং ক্লাইমেট বিভাগ ১টি
(চ) ওশানােগ্রাফিক ডাটা সেন্টার ১টি
বেতনস্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
পদের নাম: সাইন্টিফিক অফিসার
পদসংখ্যা: (ক) ফিজিক্যাল ও স্পেস ওশানােগ্রাফি বিভাগ ৩টি
(খ) ভূতাত্ত্বিক ওশানােগ্রাফি বিভাগ ৫টি
(গ) কেমিক্যাল ওশানােগ্রাফি বিভাগ ৪টি
(ঘ) বায়ােলজিক্যাল ওশানােগ্রাফি বিভাগ ৫টি
(ঙ) এনভায়রনমেন্টাল ওশানােগ্রাফি এবং ক্লাইমেট বিভাগ ৩টি
(চ) ওশানােগ্রাফিক ডাটা সেন্টার ১টি
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
পদের নাম: একাউন্টস অফিসার
পদসংখ্যা: ১টি
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
পদের নাম: মেডিক্যাল অফিসার
পদসংখ্যা: ১টি
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
আবেদনের ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ ওশানােগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, কক্ষ নং-৩১১, প্রকৌশল ভবন, বিসিএসআইআর ক্যাম্পাস, ডঃ কুদরাত-ই-খুদা সড়ক, ধানমন্ডি, ঢাকা-১২০৫।
আবেদনের শেষ তারিখ: ২৪ অক্টোবর ২০১৯।