শেখ হাসিনার জীবন নিয়ে মাসব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

স্পিকার ড. শিরীন শারমিন চিত্র প্রদর্শনীর উদ্বোধন করছেন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

স্পিকার ড. শিরীন শারমিন চিত্র প্রদর্শনীর উদ্বোধন করছেন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে মাসব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 'শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্নসারথি' শীর্ষক এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জয়ীতা প্রকাশনীর সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র এবং তাকে নিয়ে সৃজিত শিল্পকর্মের এ প্রদর্শনী আয়োজন করে।

বিজ্ঞাপন

চিত্রকর্ম প্রদর্শনীর ফিতা কেটে উদ্বোধনের পর ড. শিরীন শারমিন চৌধুরী প্রদর্শনীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চিত্রশিল্পীদের সঙ্গে কথা বলেন।

এসময় এমিরেটাস অধ্যাপক প্রফেসর আনিসুজ্জামান, সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ হোসেন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ প্রদর্শনী আগামী ২৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা হতে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন: শেখ হাসিনার জীবন নিয়ে মাসব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী