পাকিস্তান যাচ্ছেন না নারী দলের ভারতীয় তিন কোচ
পাকিস্তানে খেলতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সফরের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমতি পাওয়া যাওয়ার পরই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে এই সফরে দলের সঙ্গে যাচ্ছেন না তিন ভারতীয় কোচ। সফর চুড়ান্ত হওয়ার আগেই কিন্তু এই তিন ভারতীয় কোচের ব্যাপারে সিদ্ধান্ত পাকা-তারা যাচ্ছেন না পাকিস্তান সফরে।
নারী ক্রিকেট দলের এই তিন কোচ হলেন যথাক্রমে প্রধান কোচ আঞ্জু জৈন, সহকারি দেবিকা পালসিকার এবং ট্রেইনার কবিতা পান্ডে।
মূলত ভারতের সঙ্গে পাকিস্তানের যে রাজনৈতিক সহিংসতা, কূটনৈতিক টানাপোড়েন, কাশ্মির নিয়ে তৈরি সংকট ইত্যাদি কারণেই এই তিন ভারতীয় ক্রিকেট কোচ বাংলাদেশ দলের এই সম্ভাব্য পাকিস্তান সফর এড়িয়ে গেছেন।
তবে দলের এই তিন নারী কোচের পাকিস্তান সফরে না যাওয়ার ব্যাপারে একটু ভিন্ন ব্যাখা দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। তিনি জানান- ‘অক্টোবরে একই সঙ্গে আমাদের নারী ক্রিকেটের দুটো সফর রয়েছে। জাতীয় দলের পাকিস্তান সফরের সম্ভাবনা রয়েছে। আর এমার্জিং দল যাচ্ছে শ্রীলঙ্কা সফরে। তাই বিসিবি সিদ্ধান্ত নিয়েছে এমার্জিং দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে তিন ভারতীয় কোচকে পাঠানো হবে। একই সময় দুটো সিরিজের কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
প্রশ্ন ছিলো-পাকিস্তান সফরে না যাওয়ার ব্যাপারে কি এই তিন ভারতীয় কোচ নিজেদের অনিচ্ছার কথা জানিয়েছিলেন কিনা?
বিসিবি’র প্রধান নির্বাহী বললেন-‘তারা বিসিবির চাকরিজীবি কোচ। বিসিবি কখন, কাকে এবং কোথায় অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠাবে সেটা তো বোর্ডের সিদ্ধান্ত। এখানেও বোর্ড সিদ্ধান্ত নিয়েছে তাদের পাকিস্তান সফরের দলের সঙ্গে না পাঠিয়ে শ্রীলঙ্কা পাঠানোর। ইমার্জিং ক্রিকেট দলও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। মুলত আমরাই এই তিন ভারতীয় নারী কোচকে পাকিস্তান সফরে পাঠাচ্ছি না। তবে হ্যাঁ, কিছু বিষয় তো অবশ্যই আছে!’
বিসিবি’র প্রধান নির্বাহী সেই ‘কিছু বিষয়’ এর ব্যাপারে আর বিস্তারিত বর্ণনায় গেলেন না!
সরকারের অনুমতি পেলে বাংলাদেশ নারী ক্রিকেটের জাতীয় দল আগামী ২৬ অক্টোবর পাকিস্তান সফরে যাবে। পাকিস্তান সফরে এই দলের সঙ্গে ম্যানেজার হিসেবে যাচ্ছেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর।
পাকিস্তানে ক্রিকেট খেলার মতো নিরাপত্তা ব্যবস্থা কেমন সেটা দেখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি অগ্রবর্তী দল সেখানে পাঠানোর ব্যবস্থা নিয়েছে। সেই পর্যবেক্ষক দল পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে একটি রিপোর্ট পেশ করবে। তারপর সেই রিপোর্টের প্রেক্ষিতে পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবি সরকারের কাছে অনুমতি চাইবে।
পাকিস্তানে বর্তমানে শ্রীলঙ্কা ক্রিকেট দল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য সফরে রয়েছে।