ঢাবিতে জাতীয় ছায়া অধিবেশন ১২ অক্টোবর

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

জাতিসংঘের আদলে জাতীয় ছায়া অধিবেশনের আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছায়া জাতিসংঘ সংগঠন (ডিইউমুনা)। আগামী ১২ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এই অধিবেশনে অংশ নেবে দেশ-বিদেশের প্রায় পাঁচশত প্রতিযোগী।

মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-ডুজা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিইউমুনা। সংগঠনের সভাপতি চৌধুরী মুজাদ্দিদ আহমদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সৈয়দা সুখাইনা মুমতারিন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা, বিতর্ক এবং লেখার দক্ষতার পাশাপাশি সমালোচনামূলক চিন্তাভাবনা, দলবদ্ধতা এবং নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির লক্ষে ২০১২ সাল থেকে এই অনুষ্ঠানের আয়োজন করছে ডিইউমুনা।

সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ১২ অক্টোবর অধিবেশনের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় আরও উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি ও জাতিসংঘের বাংলাদেশ শাখার কো-অর্ডিনেটর মিয়া স্যাপ্পো প্রমুখ।

বিজ্ঞাপন

তিন দিনব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পরিকল্পনা মন্ত্রী মুহাম্মদ আব্দুল মান্নান। বিশেষ অতিথি বাংলাদেশে জাতিসংঘের তথ্যকেন্দ্রের ন্যাশনাল ইনফরমেশন অফিসার মো. মনিরুজ্জামান, ডিইউমুনার মডারেটর অধ্যাপক ড. দেলোয়ার হোসেন উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

সংগঠনের সেক্রেটারি জেনারেল চৌধুরী মুজাদ্দিদ আহমদ বলেন, অনুষ্ঠানে ভারত, নাইজেরিয়া, লেবানন, সোমালিয়া, নেপাল ও আফগানিস্তান থেকে প্রতিযোগীরা এই সম্মেলনে যোগ দেবেন। এ বছরের মূল প্রতিপাদ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে 'বাণিজ্য বিকাশকে শক্তিশালী করে বৈশ্বিক বৈষম্য হ্রাস করা'।

সেক্রেটারি জেনারেল কাশাফাত আহসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।