ব্লাস্ট ফিশিং: বাংলাদেশ-মিয়ানমার-থাইল্যান্ডের প্রবাল প্রাচীর ধ্বংস



খুররম জামান, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
বিস্ফোরণের মাধ্যমে সামুদ্রিক মাছ ও প্রাণী শিকার, ছবি: সংগৃৃহীত

বিস্ফোরণের মাধ্যমে সামুদ্রিক মাছ ও প্রাণী শিকার, ছবি: সংগৃৃহীত

  • Font increase
  • Font Decrease

ব্লাস্ট ফিশিং তথা বিস্ফোরণের মাধ্যমে মৎস্য শিকারের জন্য বাংলাদেশ মিয়ানমার ও থাইল্যান্ডের উপকূলরেখা বরাবর ২৮৩৩ কিলোমিটার প্রসারিত প্রবাল প্রাচীরের ৭০ শতাংশ ধ্বংস হয়ে গেছে।

বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অপরিকল্পিতভাবে সম্পদ আহরণের জন্য এ অঞ্চলের প্রবাল প্রাচীরের ৭০ শতাংশ কমেছে।

হাঙর এবং মান্টা রে রক্ষা বিষয়ক মিয়ানমারে একটি জাতীয় কর্মপরিকল্পনার বৈঠকে বিশেষজ্ঞরা স্বীকার করেছেন, এ অঞ্চলের প্রবাল দ্বীপগুলো বেশিরভাগই অনাবিষ্কৃত। এই বাস্তুতন্ত্রের প্রজাতির বৈচিত্র্য এবং স্বাস্থ্য সম্পর্কে খুব কমই জানা যায়। এসব প্রবাল প্রাচীরগুলো মূলত শক্ত এবং নরম হয়ে থাকে। উভয়ই বাংলাদেশের কক্সবাজার, মিয়ানমারের রাখাইন এবং থাইল্যান্ডের উপকূলীয় অঞ্চলে- বিশেষত মের্গুই দ্বীপপুঞ্জের আশপাশে পাওয়া যায়।

বিশেষজ্ঞরা বলছেন, প্রবাল প্রাচীর হ্রাসের মূল কারণ হলো ব্লাস্ট ফিশিং। অবৈধ ছোট জাল বা ফিশিং নেট ব্যবহারের ফলে এসব প্রাচীরের অনিয়ন্ত্রিত ক্ষয় সাধন হচ্ছে।

ব্লাস্ট ফিশিং: বাংলাদেশ-মিয়ানমার-থাইল্যান্ডের প্রবাল প্রাচীর ধ্বংস
সমুদ্রে জাল ফেলে মাছ শিকার, ছবি: সংগৃহীত

 

তারা আরও বলছেন, ব্লাস্ট ফিশিং অত্যন্ত ধ্বংসাত্মক এবং অবৈধ। ডায়নামাইট কিংবা অন্যান্য ধরনের বিস্ফোরক সমুদ্রের পানিতে বিস্ফোরণ ঘটিয়ে শক-তরঙ্গ পাঠানো হয়। এর ফলে সমুদ্রের মাছসহ বিভিন্ন প্রাণী মারা যায় যা পরে সংগ্রহ ও বিক্রি করা হয়। বিস্ফোরকগুলো শৈবাল প্রাচীরের আবাসস্থলকে ধ্বংস করে দেয়। নির্বিচারে সামুদ্রিক প্রাণীকে হত্যা করে তাদের ভবিষ্যৎ শেষ করে ফেলা হচ্ছে, খাদ্য সুরক্ষা এবং মৎস্যজীবীদের জীবন-জীবিকা প্রভাবিত করে।

এই ব্লাস্ট ফিশিং সাধারণত প্রবাল প্রাচীরের ওপর সংঘটিত করা হয়। এর ফলে ছিন্নভিন্ন হয়ে যায় প্রাচীর। ভবিষ্যতের কয়েক দশকের জন্য এখানকার জীববৈচিত্রের পরিবেশ ধ্বংস করে দেয়।

বিশেষজ্ঞরা মনে করেন, এখানকার শিলাগুলো স্বাভাবিক অবস্থায় আসতে শতাব্দীরও বেশি সময় লেগে যেতে পারে। বিস্ফোরণের মাধ্যমে মৎস্য শিকার বা ব্লাস্ট ফিশিং বিশ্বজুড়ে ৪০টিরও বেশি দেশে ঘটে। তানজানিয়ার প্রবাল প্রাচীর এ কারণে ধ্বংস হয়ে গেছে। ব্লাস্ট ফিশিংয়ের কারণে দেশটির আন্তর্জাতিক পর্যটন শিল্পকে হুমকির সম্মুখীন করেছে।

ব্লাস্ট ফিশিং: বাংলাদেশ-মিয়ানমার-থাইল্যান্ডের প্রবাল প্রাচীর ধ্বংস
বিস্ফোরণের মাধ্যমে সামুদ্রিক মাছ ও প্রাণী শিকার, ছবি: সংগৃহীত

 

সামুদ্রিক জীববিজ্ঞানী ইউ জাও লুন বলেন, 'এখনো এ অঞ্চলের প্রবাল প্রাচীরের ৩০ শতাংশ সংরক্ষিত ও সুন্দর আছে। তবে ৭০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইকো-ট্যুরিজমের জন্য এটি সংরক্ষণ করা প্রয়োজন।'

২০১৩ সাল থেকে এই অঞ্চলের প্রবাল নিয়ে গবেষণা করেছেন ডুবুরি ইউ জাও লুন। তিনি বলেছেন, 'প্রবাল প্রাচীর, ম্যানগ্রোভ অঞ্চল এবং সমুদ্র ঘাসের অঞ্চলগুলো একটি সুস্থ সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য প্রয়োজন। এগুলো বিভিন্ন সামুদ্রিক প্রজাতি এবং জীবের বাঁচার জন্য খাদ্য ভাণ্ডার।'

তিনি বলেন, 'কিছু দ্বীপের প্রবালগুলো এখনো ভাল অবস্থানে রয়েছে। তবে মানুষ যে অঞ্চলে অবারিতভাবে চলাচল করে তার নিকটে অবস্থিত বেশিরভাগ প্রবাল প্রাচীর খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অঞ্চলের উপকূলরেখায় রয়েছে ৮০০টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত মের্গুই দ্বীপপুঞ্জ। যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্তির জন্য মিয়ানমার সরকার প্রস্তাব করার পরিকল্পনা করেছে।'

   

কুষ্টিয়ায় আবারও আতাউর রহমান ও খোকসায় মাসুম নির্বাচিত



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা এবং খোকসা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আল মাসুম মোর্শেদ শান্ত।

বুধবার (৮ মে) বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।

জানা গেছে,সদর উপজেলায় আতাউর রহমান আতা ৬৭ হাজার ৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন  (আওয়ামী লীগ)। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু আহাদ আল মামুন (বাংলাদেশ জনতা পার্টি) প্রাপ্ত ভোট ৩ হাজার ৪৮৬ ভোট।

ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবু তৈয়ব বাদশা। তার প্রাপ্ত ভোট ৪৭ হাজার ২৮৯ ভোট। নারী ভাইস চেয়ারম্যান বিজয়ী লতা খাতুনের প্রাপ্ত ভোট ৪২ হাজার ৮৭৯ টি।

খোকসা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আল মাসুম মোর্শেদ শান্ত প্রাপ্ত (আওয়ামী লীগ) প্রাপ্ত ভোট ২৫ হাজার ১০১ ভোট। নিকটতম প্রার্থী বাবুল আকতার পেয়েছেন ১৯ হাজার ৬৩৯ টি।

এদিকে আবারও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা বিজয়ী হওয়ায় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। রাতে বিজয়ী হওয়ার পর আতাউর রহমান আতাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা তাতী লীগের সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। 

;

বাকেরগঞ্জে রাজিব-সাইফুর-জাহানারা নির্বাচিত



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বাকেরগঞ্জ উপজেলায় চেয়াম্যান নির্বাচিত হয়েছেন রাজিব আহম্মেদ। এছাড়া ভাইস চেয়ারম্যান মো. সাইফুর রহমান ও নারী ভাইস চেয়ারম্যান পদে জাহানারা বেগম নির্বাচিত হয়েছে।

উপজেলার ২৪ দশমিক ৬ ভাগ ভোট দিয়েছে। চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীক নিয়ে রাজিব আহম্মেদ তালুকদার পেয়েছেন ৩৭ হাজার ৫৪৯ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্বাস মুতিউর রহমান আনারস প্রতীক নিয়ে পান ৩৫ হাজার ১৫৪ ভোট। এ উপজেলায় কামরুল ইসলাম খান মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৩ ও ফিরোজ আলম খান দোয়াত কলম প্রতীক নিয়ে পান এক হাজার ৫১ ভোট।

;

বরিশাল সদর উপজেলায় মালেক-জসিম-হেপি নির্বাচিত



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বরিশাল সদরে ভোট সম্পন্ন হয়েছে। বুধবার (৮ মে) সকাল ৮ থেকে বিকেল চারটা পর্যন্ত দুই উপজেলায় এ ভোট হয়। রিটার্নিং কর্মকর্তা বরিশাল জেলার জ্যেষ্ঠ নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সী জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। বরিশাল সদর উপজেলায় শতকরা ৩৬ ভাগ ভোট পড়েছে।

সদর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কাপ-পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল মালেক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোটর সাইকেল প্রতীকের প্রার্থী এসএম জাকির হোসেন। নির্বাচিত আব্দুল মালেক পেয়েছেন ১৯ হাজার ৭০৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন পান ১৭ হাজার ৩১৪ ভোট। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহমুদুল হক খান মামুন পেয়েছেন ১৪ হাজার ১৪১ ভোট, ঘোড়া প্রতীকের মাহবুবুর রহমান মধু ১১ হাজার ১৭০ ভোট ও দোয়াত কলম প্রতীকের ৭ হাজার ৮৬৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জসিমউদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বই প্রতীকের মাহিদুর রহমান। এ পদের হাদিস মীর তৃতীয় ও শহিদ মোহাম্মদ শাহনেওয়াজ চতুর্থ।

নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এ্যাড হালিমা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হাস প্রতীকের নেহার বেগম।

;

বসুন্ধরায় আইএসডি স্কুলের সামনে গুলি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
বসুন্ধরায় আইএসডি স্কুলের সামনে গুলি

বসুন্ধরায় আইএসডি স্কুলের সামনে গুলি

  • Font increase
  • Font Decrease

রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে(আইএসডি) গুলির ঘটনা ঘটেছে।

বুধবার (০৮ মে) দুপুর ২টার দিকে স্কুল প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এতে ওই স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহসান গ্রুপের মালিকের সন্তানের দেহরক্ষীদের বন্দুক থেকে গুলি করা হয়েছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছে আইএসডি স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জোর প্রচেষ্টাও চলছে। কিন্তু এ ঘটনায় অন্য ছাত্রছাত্রীদের অভিভাবকগণ উদ্বেগ প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে আইএসডি স্কুলের এক ছাত্রের অভিভাবক জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানে কেন বন্দুকধারী দেহরক্ষীদের প্রবেশাধিকার থাকবে? এটা তো দেশের আইন বহির্ভূত। গুলিটা আমার সন্তানের শরীরেও আঘাত হানতে পারতো। অথবা অন্য কোনো ছাত্রছাত্রী আহত-নিহত হলে, এর দায় কে নিতো? আইএসডি স্কুল এবং বসুন্ধরা আবাসিক কর্তৃপক্ষের উচিত, ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে কোনো ভিআইপি'র দেহরক্ষীকে স্কুলের ভেতরে প্রবেশ করা থেকে বিরত রাখা।

গুলির বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের ভাটারা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা।

তিনি বলেন, দুইটা গাড়িতে বাচ্চাদের নিতে এসেছিল। একটা গাড়িতে গানম্যান/বডিগার্ড ছিল। তাদের বন্দুক থেকে বের হওয়া অপ্রত্যাশিত গুলিতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

;