এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জ্ঞাত আয় বহির্ভূত ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে (এলজিইডি) কর্মরত নির্বাহী প্রকৌশলী আব্দুল হাইয়ের স্ত্রী রুমা আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে দুদক ঢাকা–১ এর সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে এই মামলা করেন।

বিজ্ঞাপন

দুদক সূত্রে জানা যায়, মামলার আসামি মিসেস রুমা আক্তার দুদুকের চাওয়া সম্পদের সংক্ষিপ্ত তথ্য বিবরণিতে নিজ নামে অর্জিত ২ কোটি ৯৪ লাখ ৫৬ হাজার ৭৬৪ সম্পদের মধ্যে ১ কোটি ১১ লাখ ৫৪ হাজার ৯৭৮ টাকার সম্পদ গোপন করেছেন।

রুমা আক্তারের নামে সম্পদ গোপন করা এবং মিথ্যা তথ্যাদি প্রদানসহ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত ১ কোটি ৮৩ লাখ ৫৫ হাজার ৫৬৬ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার দায়ে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপর একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন