শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী
২০১৯ সালে শান্তিতে নোবেল পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী।
শুক্রবার (১১ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় বেলা ১১টায় 'নরওয়েজিয়ান নোবেল কমিটি' কর্তৃপক্ষ এই নাম ঘোষণা করেন। ইথিওপিয়ায় শান্তি রক্ষা, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন, সীমান্ত এলাকায় বিরোধ নিষ্পত্তি এবং প্রতিবেশি দেশ ইরিত্রিয়ার সঙ্গে সমঝোতা করায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
২০১৮ সালের এপ্রিলের ২ তারিখে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক দল থেকে আবি আহমেদ আলী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ক্ষমতায় আসার পর তিনি বিরোধীদলের কয়েক হাজার কয়েদিকে মুক্তি দেন ও ভিন্ন মতাবলম্বীদের নিজ দেশে ফিরে যেতে বলেন।
ইথিওপিয়া ২০১৮ সালে প্রতিবেশি দেশ ইরিত্রিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তিতে যায়। এই শান্তি চুক্তির মধ্যে দিয়ে ইরিত্রিয়ার সঙ্গে সীমান্ত এলাকায় চলমান সংঘর্ষের অবসান ঘটে। প্রায় ২০ বছর ধরে ইরিত্রিয়ার সঙ্গে বিরোধ চলে আসছিল ইথিওপিয়ার।
শান্তিতে নোবেল পুরস্কার দেয় নরওয়েজিয়ান নোবেল কমিটি। ১৯০৪ সালে এ কমিটি গঠিত হয়। এর আগে নরওয়ের রাষ্ট্রপতি নোবেল শান্তি পুরস্কার প্রদানের যাবতীয় আনুষ্ঠানিকতার দায়িত্ব পালন করতেন। এই কমিটি গঠনের পর কমিটির ৫ জন সদস্য শান্তি পুরস্কার দেবার জন্য গবেষণামূলক কার্যক্রমের দায়িত্ব পালন করে। তাদেরকে নরওয়েজিয় আইনসভা মনোনয়ন দেয়, তথাপি তারা সম্পূর্ণ স্বাধীন এবং কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। নরওয়ের আইনসভার সদস্যরা এই কমিটিতে অংশ নিতে পারেন না। এই কমিটির সিদ্ধান্তে এবার শান্তিতে পুরস্কার দেওয়ার জন্য ২২৩ জন ব্যক্তি ও ৭৮টি সংস্থাকে মনোনীত করা হয়। চূড়ান্ত বাছাই শেষে প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
আরও পড়ুন: চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী