প্রয়োজনে এনবিআরে ১ লাখ লোক নিয়োগ: অর্থমন্ত্রী

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

এনবিআর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

এনবিআর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

রাজস্ব আহরণে প্রয়োজনে নতুন করে এক লাখ লোক জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার (১৩ অক্টোবর) রাজধানীর সেগুন বাগিচার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

বিজ্ঞাপন

এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, দেশে চার কোটি মানুষের আয়কর দেওয়ার সামর্থ্য রয়েছে। তাদের চিহ্নিত করে করের আওতায় আনুন। কর না দিলে তারের বিরুদ্ধে কঠোর হোন। প্রয়োজনে নতুন করে ১ লাখ লোক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করুন।

তিনি বলেন, আপনাদের সঙ্গে আলোচনা করেই চলতি বছরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কোন কিছু আপনাদের ওপর চাপিয়ে দেওয়া হয়নি। এটি অর্জন করতে হবে। কোনো টালবাহানা চলবে না।

বিজ্ঞাপন