বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় নিহত ২
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসের চাপায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ যাত্রী।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড এলাকার গ্লোবাল ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় ( শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- ঝালকাঠির আব্দুল খালেক (৬০) ও পিরোজপুরের নিপা মিস্ত্রী (২৬)।
জানা গেছে, বরিশাল নগরের রূপাতলী থেকে যাত্রী নিয়ে নথুল্লাবাদের উদ্দেশে যাচ্ছিল একটি মাহিন্দ্র। পথিমধ্যে ওই এলাকায় মাহিন্দ্রটিকে চাপা দেয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিআরটিসির একটি বাস। এতে দুইজন নিহত সহ ৬ জন আহত হন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজালাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।