যুবলীগের দায়িত্ব পেলে উপাচার্য পদ ছেড়ে দেব: মীজানুর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জবির উপাচার্য ড. মীজানুর রহমান, ছবি: সংগৃহীত

জবির উপাচার্য ড. মীজানুর রহমান, ছবি: সংগৃহীত

যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব পেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য (ভিসি) পদ ছেড়ে দেবেন বলে জানিয়েছেন ড. মীজানুর রহমান।

বেসরকারি একটি টেলিভিশনে টকশোতে কথা প্রসঙ্গে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

দেশের প্রথম সারির সংবাদমাধ্যমকে ড. মীজানুর রহমান বলেন, ‘জবি উপাচার্য হলেও আমি এখনো যুবলীগের সভাপতিমণ্ডলীর এক নম্বর সদস্য। যুবলীগ আমার প্রাণের সংগঠন। এই সংগঠনের জন্য অনেক কষ্ট করেছি। এখন সংগঠনটি একটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এর ভাবমূর্তি পুনরুদ্ধারে আমাকে দায়িত্ব দেওয়া হলে তা গ্রহণ করব।’

আরও পড়ুন: যুবলীগে ওমর ফারুক চৌধুরী ওএসডি!

বিজ্ঞাপন

আগামী যুবলীগের কাউন্সিলে চেয়ারম্যান পদে দাঁড়ানোর বিষয়ে তিনি জানান, নিজে থেকে তিনি কোনো পদ চাইবেন না। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দায়িত্ব দেন, তাহলে তিনি উপাচার্য পদ ছেড়ে দিয়ে যুবলীগের পদে দায়িত্ব পালন করবেন।