খাতা কিনলেই পাওয়া যাবে জলের গানের অ্যালবাম
১২টি গান নিয়ে আসছে দেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘জলের গান’র তৃতীয় অ্যালবাম ‘নয়ন জলের গান’। অ্যালবামটি মুক্তি পাবে আগামী ২৭ অক্টোবর। সম্প্রতি এক ফেসবুক পোস্টে এমন তথ্য জানিয়েছে জলের গান।
জানা গেছে, মাত্র ১০০ টাকায় জলের গানের ‘গানের খাতা’ কিনলেই পাওয়া যাবে নতুন এই অ্যালবাম। শুধু তাই নয়, জলের গানের অফিসিয়াল ফেসবুক পেজে অর্ডার করলেই নতুন অ্যালবামের সিডি বাড়িতেই পাওয়া যাবে। এছাড়া গানগুলো মুক্তি দেওয়া হবে ইউটিউবে চ্যানেলে।
‘জলের গান’র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এবার অ্যালবামে থাকছে প্রয়াত বারী সিদ্দিকীর গাওয়া একটি গানও।
২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় ‘জলের গান’। এই ব্যান্ড দলটি নতুন নতুন যন্ত্রসংগীত তৈরি করে এবং কখনো বিদেশী সুর নতুন করে বাজায়। পারফর্ম করার জন্য তাদের ইলেক্ট্রিক কোন কিছু না হলেও চলে।