হাইকোর্টে জামিন হয়নি মিন্নির, আবেদন ফেরত

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আয়েশা সিদ্দিকা মিন্নি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আয়েশা সিদ্দিকা মিন্নি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বরগুনা প্রকাশ্যে কুপিয়ে রিফাত শরীফ হত্যা মামলায় কারাগারে থাকা নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট। জামিন না দিয়ে আদালত রুল জারির অভিপ্রায় ব্যক্ত করলে মিন্নির আইনজীবী ফেরতের পক্ষে মত দেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর রোববার (৪ আগস্ট) জামিন চেয়ে আবেদন করেন।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। তার সঙ্গে ছিলেন আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা, মাক্কিয়া ফাতেমা ইসলাম ও জামিউল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম।

বিজ্ঞাপন

শুনানিতে মিন্নির আইনজীবী জেড আই খান পান্না বলেন, 'আসামি একজন ১৯ বছরের নারী। মেয়েটা অসুস্থ। মামলার প্রত্যক্ষ এবং এক নম্বর সাক্ষী। জীবন বাজি রেখে স্বামীকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেছে। তার সম্পৃক্ততা নেই। দুইজন আসামির জবানবন্দিতে তার নাম আসায় আসামি করা হয়েছে। তাকে বেআইনিভাবে রিমান্ডে নেওয়া হয়েছে পুলিশ লাইনে। গণমাধ্যমে এসেছে, পুলিশ তার মুখ চেপে রেখেছে। পরে ভুলভাবে ও জোরপূর্বক মিন্নির জবানবন্দি নিয়েছে পুলিশ। আপিল বিভাগের নির্দেশনা লঙ্ঘন করে তাকে পাঁচদিন রিমান্ডে নিয়েছে।'

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির শুনানিতে আসামিদের জবানবন্দি, কলেজের সিসিটিভির ভিডিও ফুটেজ, মোবাইলে মিন্নি ও রিফাতের কথোপকথন এবং বরগুনার দায়রা আদালতের আদেশ পড়ে শুনান।

তিনি পুলিশের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেন, 'মিন্নি হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড। নয়ন বন্ডের সঙ্গে তার একাধিক কথোপকথন আছে। হত্যাকাণ্ডের আগেও মিন্নি নয়নের সঙ্গে কথা বলেছে। তার গতিবিধি সন্দেহজনক ছিল।'

এ পর্যায়ে আদালত বলেন, 'বিচারিক আদালতে মিন্নির দেওয়া জবানবন্দি নিয়ে আসেন। তখন পর্যালোচনা করে আদেশ দিব। আমরা এখন রুল দিতে পারি।'

মিন্নির আইনজীবী বলেন, 'মামলা তদন্ত পর্যায়ে আছে। অভিযোগপত্র হয়নি। আমরা চেষ্টা করেছি, কিন্তু পাইনি। আদালত জবানবন্দি তলবের আদেশ দিতে পারেন।'

তখন আদালত বলেন, 'আমরা রুল জারি করতে চাই'। তখন মিন্নির আইনজীবী আবেদন ফেরত চান।

আদেশের পর আইনজীবী জেড আই খান পান্না সাংবাদিকদের বলেন, 'আমরা জবানবন্দি পাইনি। এটা পেতে লিগ্যাল নোটিশ দেব।'

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির সাংবাদিকদের বলেন, 'আবেদন ফেরত দেওয়ায় আসামিপক্ষ এটি পরে হাইকোর্টের অপর কোনো বেঞ্চে উপস্থাপন করতে পারবেন।'

সোমবার রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শুনানিতে বলেছিলেন, 'এ মামলায় অ্যাটর্নি জেনারেল বক্তব্য রাখবেন। তবে মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল শুনানিতে ছিলেন না।'

ওইদিন আদালত বলেন, 'আমরা বিস্তারিত শুনতে চাই, বৃহস্পতিবার শুনব'। এর ধারাবাহিকতায় আবেদনটি কার্যতালিকার ৭০ নম্বর ক্রমিকে ছিল। সকালে আদালত শুনানির জন্য বিকাল ৩টায় রাখেন।

বরগুনা সরকারি কলেজের সামনে গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি চেষ্টা করেও রিফাতকে বাঁচাতে পারেননি। গুরুতর আহত রিফাতকে ওইদিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও পাঁচ-ছয় জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলায় প্রথমে মিন্নিকে চাক্ষুষ সাক্ষী করা হলেও এক আসামির জবানবন্দিতে তার নাম আসলে আসামি হিসেবে তাকে গ্রেফতার করে পুলিশ। রিমান্ডে নিয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে।

আরও পড়ুন: মিন্নির নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি মহিলা পরিষদের