ক্রাইস্টচার্চে মসজিদে হামলা

টারান্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আদালতে ক্রাইস্টচার্চ মসজিদে হামলাকারী, ছবি: সংগৃহীত

আদালতে ক্রাইস্টচার্চ মসজিদে হামলাকারী, ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী ব্রেনটন টারান্টের মানসিক অবস্থা পরীক্ষা করার জন্য নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।

এই মানসিক পরীক্ষায় মূলত দেখা হবে, হামলাকারী টারান্ট আদালতের মুখোমুখি হতে কতটুকু প্রস্তুত।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ এপ্রিল) নিউজিল্যান্ডের উচ্চ আদালতের বিচারক ক্রাইস্টচার্চ মসজিদে হামলার বিচারকার্যের শুনানিতে এ আদেশ দেন।

ক্রাইস্টচার্চ মসজিদে নৃশংস হামলায় ৫০ জন নিহত হয়। এছাড়া অর্ধশতাধিক আহত হয়। ক্রাইস্টচার্চ ও লিনউডে হামলার সময় হামলাকারী মানুষকে মারার ভয়াবহ ভিডিও ধারণ করে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও মাধ্যমগুলো এই ভিডিওটি পরবর্তীতে মুছে দেয়।

বিজ্ঞাপন

তবে যারাই এই ভিডিও দেখেছেন, অনেকেই টারান্টকে মানসিকভাবে বিপর্যস্ত বলে মন্তব্য করেছেন।

তবে আদালতে হাজির হওয়ার পর হামলাকারীর আচরণ দেখে তার মানসিক অবস্থা পরীক্ষা করার নির্দেশনা দিয়েছেন বিচারক।

উল্লেখ্য, গত ১৫ মার্চ (শুক্রবার) নিউজিল্যান্ডের দুই মসজিদে হামলা করে। এ ঘটনায় হামলাকারীকে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান।