পশ্চিমবঙ্গে ফণীর আঘাত, ঘণ্টায় ৯০ কি.মি. বেগে ঝড়
ভারতে পশ্চিমবঙ্গের আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ফণী। শনিবার (৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে খড়গপুরের বুকে ছোবল মারে ফণী। ঘূর্ণিঝড়ের আঘাতে সেখানে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়।
ঝড়ের তাণ্ডবে সেখানকার গাছপালা উপড়ে যায়। এছাড়া বেশকিছু ঘর বাড়িও উড়ে যায় বলে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।
খড়গপুর হয়ে এই ঘূর্ণিঝড় আঘাত হানে দিঘায়। সেখানেও প্রায় ৭০-৯০ কিলোমিটার বেগের ঝড় বয়ে যায়। বর্তমানে ফণী পশ্চিমবঙ্গের আরামবাগে অবস্থান করছে। কলকাতা থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘণ্টা খানেকের মধ্যে কলকাতাও এ ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে দেশটির আবহাওয়া অধিদফতর কর্তৃক নিশ্চিত করা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের তীব্রতা কিছুটা কমেছে বলে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা (ডব্লিওএমও) নিশ্চিত করেছে। তবে ফণী এখনো উত্তর-পূর্ব অভিমুখে এগোচ্ছে।
এদিকে ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশে প্রবেশ করতে শনিবার দুপুর কিংবা বিকেল হয়ে যেতে পারে বলেও ভারতের আবহাওয়া অফিস কর্তৃক জানানো হয়েছে।