এক সপ্তাহের ব্যবধানে দুইবার এভারেস্ট জয়

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এভারেস্টের চূড়ায় কামি রিতা শেরফা, ছবি: সংগৃহীত

এভারেস্টের চূড়ায় কামি রিতা শেরফা, ছবি: সংগৃহীত

মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুইবার এভারেস্টের চূড়ায় উঠলেন কামি রিতা শেরফা। এই নিয়ে ২৪ বার এভারেস্টের চূড়ায় ওঠে নতুন রেকর্ড গড়লেন ৪৯ বছর বয়সী নেপালের এই নাগরিক।

মঙ্গলবার (২১ মে) সাতদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এভারেস্টে ওঠে নতুন রেকর্ড গড়লেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত ১৫ মে তিনি ২৩ বারের মতো এভারেস্টের চূড়ায় ওঠেন। তবে বয়স ৪৯ হলেও এখনই থেমে যাবেন না শেরফা। ২৪ বারের রেকর্ডকেও ছাড়িয়ে যাবেন বলেন বিবিসিকে জানান।

বিশ্বের সর্বোচ্চ এই চূড়ায় তার চেয়ে আর বেশি কেউ উঠতে পারেনি। ১৫ বার এভারেস্টের চূড়ায় উঠে তার পরের অবস্থানে আছেন মার্কিন নাগরিক ডেব হান।

বিজ্ঞাপন

তবে ৬০ বছর পূর্ণ হওয়ার আগে থামছেন না বলেও জানিয়েছেন। ১৯৯৪ সালে সর্বপ্রথম এভারেসেটের চূড়ায় ওঠেন। মাঝের ২৫ বছরে ২৪ বার এই চূড়ায় আরোহণ করেন তিনি।