নেটফ্লিক্সে আসছে মার্কেজের ‘ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড ’

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, ছবি: সংগৃহীত

গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, ছবি: সংগৃহীত

জনপ্রিয় কলম্বিয়ান লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের বিখ্যাত উপন্যাস ‘ওয়ান হানড্রেড ইয়ার্স অফ সলিটিউড’ অবলম্বনে সিরিজ নির্মাণ করতে যাচ্ছে নেটফ্লিক্স।

বুধবার (৫ জুন) এক বিবৃতিতে নেটফ্লিক্স জানায়, ‘প্রায় ৫০ বছর কিংবা তারও অধিক সময়ের মাঝে এই প্রথম মার্কেজের পরিবারের পক্ষ থেকে সম্মতি পাওয়া গেছে তার গল্পকে পর্দায় তুলে ধরার।’

বিজ্ঞাপন

১৯৬৭ সালে স্প্যানিশ ভাষায় প্রকাশিত হওয়া উপন্যাসটিকে নোবেলবিজয়ী এই লেখকের অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে ধরা হয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/07/1559911507662.jpg

বিজ্ঞাপন

উপন্যাসের গল্পটিতে অবস্থান পেয়েছে কাল্পনিক ‘মাকোন্দো’। ধারণা করা হয় স্থানটির সৃষ্টি হয়েছে লেখকের নিজের শহর উত্তর কলম্বিয়া থেকে অনুপ্রাণিত হয়ে।

জননন্দিত এই উপন্যাস প্রসঙ্গে কবি পাবলো নেরুদা বলেন, ‘স্প্যানিশ সাহিত্যে হানড্রেড ইয়ার্স অফ সলিটিউড অনেক বড় অবদান রেখেছে।’

বিশ্বসাহিত্যে বিরাট অবদান রাখা কালজয়ী এই লেখক ২০১৪ সালে ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে কলম্বিয়ার রাষ্ট্রপতি তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেন এবং পুরো দেশজুড়ে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।