শুক্রবার রাতে চাঁদে পা রাখছে ভারত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভারতের নিজস্ব মহাকাশ যান চন্দ্রযান-২, ছবি: সংগৃহীত

ভারতের নিজস্ব মহাকাশ যান চন্দ্রযান-২, ছবি: সংগৃহীত

ঐতিহাসিক এক স্বপ্ন পূরণের অপেক্ষায় রয়েছে পুরো ভারত। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ১টা ৫৫ মিনিটে প্রথমবারে মতো চাঁদে পা রাখতে যাচ্ছে দেশটি। তাদের নিজস্ব মহাকাশ যান চন্দ্রযান-২ এর নেতৃত্ব দিচ্ছেন বিক্রম।

এদিকে, চাঁদে নামার পুরো ঘটনাটি সরাসরি দেখবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সঙ্গে স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থীরও থাকার কথা রয়েছে। মোদি পুরো ঘটনাটি ভারতের নিজস্ব মহাকাশ নিয়ন্ত্রণ সংস্থা ‘ইসরো’ এর নিয়ন্ত্রণ কক্ষ থেকে সরাসরি প্রত্যক্ষ করবেন বলে নিশ্চিত করেছে এনডিটিভি।

বিজ্ঞাপন

চাঁদে অবতরণকারী বিক্রম ইতোমধ্যে মহাকাশ যান থেকে নিজেকে বিচ্ছিন্ন করে চাঁদের চারপাশে প্রদক্ষিণ করছেন। চাঁদের থেকে দূরত্ব কমিয়ে চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি কোনো একটি জায়গায় শুক্রবার রাতে নেমে ইতিহাস গড়বেন তিনি।

ভারতের নিজস্ব মহাকাশ নিয়ন্ত্রণ সংস্থা ইসরো জানিয়েছে, রোভার 'প্রজ্ঞান' সকাল ৬টার মধ্যে চাঁদের ল্যান্ডার থেকে বেরিয়ে আসবে এবং চাঁদের উৎস সম্পর্কে গবেষণা শুরু করবে। চাঁদের বিস্তারিত বিবরণ, উপগ্রহে পানির উপস্থিতিসহ বিভিন্ন বিষয়ের ওপর ছবি তুলবে।

বিজ্ঞাপন

ইসরোর চেয়ারম্যান জানিয়েছে, ‘এটি ইসরোর সবচেয়ে জটিল মিশন।’