ইজতেমার আখেরি মোনাজাত, যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইজতেমার মাঠের নকশা, ছবি: বার্তা২৪.কম

ইজতেমার মাঠের নকশা, ছবি: বার্তা২৪.কম

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) মাওলানা সাদ অনুসারীদের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে অনু্ষ্ঠিত হবে আখেরি মোনাজাত। আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের আসা-যাওয়ার জন্য যানবাহন চলাচলে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানসংলগ্ন শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমের সামনে এক বিফ্রিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, ‘ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম চলছে। প্রত্যেকটি মানুষের ভেতর নিরাপত্তাবোধ জাগ্রত আছে। অত্যন্ত সুন্দরভাবে ইজতেমা চলছে। শনিবার বৃষ্টির কারণে সরকার ইজতেমা এক দিন পিছিয়েছে। মোনাজাতের জন্য নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা আগের আখেরি মোনাজাতের মতোই নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

অর্থাৎ সোমবার দিবাগত মধ্যরাত হতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর চান্দনা চৌরাস্তার ভোগড়া বাইপাস, টঙ্গী ব্রিজ, আশুলিয়া সড়কের কামারপাড়া ব্রিজ ও টঙ্গী-নরসিংদী সড়কের মীরেরবাজার এলাকায় ব্যারিকেড দিয়ে সব ধরনের যানবাহন টঙ্গীতে প্রবেশ বন্ধ রাখা হবে। ইজতেমা শেষে মুসল্লিদের যাওয়ার সময়ও একই ব্যবস্থাপনা অব্যাহত থাকবে। প্রতিটি নাগরিক ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাকে সহযোগিতা করবেন বলে আশা করেন গাজীপুর পুলিশ কমিশনার।

উল্লেখ, ১৫ ফেব্রুয়ারি থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয় তাবলিগ জামাতের ৫৪তম বিশ্ব ইজতেমা। গত ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ইজতেমার কার্যক্রম পরিচালনা করেন আলমি শূরার অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় তাদের আখেরি মোনাজাত। পরে রোববার থেকে শুরু হয় মাওলানা সাদ অনুসারীদের ইজতেমার কার্যক্রম।