৪০ দিন জামাতে নামাজ: সাইকেল পুরস্কার পেলো ১৭ কিশোর

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেলো ১৭ কিশোর, ছবি: সংগৃহীত

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেলো ১৭ কিশোর, ছবি: সংগৃহীত

টানা ৪০ দিন মসজিদে যেয়ে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পূর্ব ঘোষণামতে বাইসাইকেল পুরস্কার পেলো ১৭ কিশোর।

চাঁদপুর জেলার মতলব উপজেলার ব্যবসায়ী সুমন খানের প্রতিষ্ঠিত খান ফাউন্ডেশন কর্তৃপক্ষ ‘চল মসজিদে যাই, জামাতে শরিক হই’ শিরোনামে শিশু-কিশোরদের টানা ৪০ দিন জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে বাইসাইকেল পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়।

বিজ্ঞাপন

এরই অংশ হিসেবে প্রতিযোগিতায় ১৭ কিশোর টানা ৪০ দিন জামাতের সঙ্গে আদায় করতে পারায় পূর্বঘোষিত পুরস্কার বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে তাদের হাতে তুলে দেওয়া হয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/14/1555245278006.jpg

বিজ্ঞাপন

জানা গেছে, টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করলে পুরস্কার হিসেবে বাইসাইকেল পাওয়া যাবে, এমন ঘোষণায় এলাকায় খুব সাড়া জাগে। পুরস্কার ঘোষণার পর মসজিদে অনেক কিশোর নামাজ পড়তে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত ১৭ কিশোর টিকে থাকে। পরে তাদের হাতে অনাড়ম্বর অনুষ্ঠানে পুরস্কারের সাইকেল তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহ দিতে তুরস্কে ‘চলো মসজিদে যাই, ফজর নামাজে শরিক হই’ নামের এক বিশেষ প্রকল্প চালু আছে। ওই প্রকল্পের আওতায় টানা ৪০ দিন জামাতে শরিক হয়ে নামাজ আদায়কারীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

শিশু-কিশোররা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারে এবং একত্ববাদ ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারে সে লক্ষে এমন কর্মসূচি প্রশংসার দাবি রাখে।