গ্রিন ইউনিভার্সিটিতে দিনব্যাপী জব ফেয়ার ৩১ জানুয়ারি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গ্রিন ইউনিভার্সিটিতে দিনব্যাপী জব ফেয়ার শুরু হচ্ছে  বৃহস্পতিবার (৩১ জানুয়ারি)। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট ঢাকার বেগম রোকেয়া স্বরণিতে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গ্রিন গার্ডেনে এ মেলা চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

গ্রিন ইউনিভার্সিটির সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর উদ্যেগে আয়োজিত চাকরির মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে সকাল ১১টায় গ্রিন গার্ডেনে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নবেল গ্রুপ অব কোম্পানিজ ও জেনারেল সেক্রেটারি-হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশনের চেয়ারম্যান মোঃ ফজলুল হক ।

বিজ্ঞাপন

এতে উপস্থিত থাকবেন, গেস্ট অব অনার, গ্রিন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গোলাম সামদানী ফকির, প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ফায়াজ খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। দ্বিতীয় সেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রবি অজিয়াটা লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ।

দিনব্যাপী এ চাকরি মেলায় মোট ২৫টি প্রতিষ্ঠিত কোম্পানি অংশ নিবে। মেলায় বিভিন্ন কোম্পানি চাকরি প্রত্যাশীদের সিভি নেয়া হবে। মেলায় ইউএস-বাংলা এয়ারলাইন্স টাইটেল স্পন্সর হিসেবে থাকবে। এছাড়া রেডিও একাত্তর ও এশিয়ান টিভি মিডিয়া পার্টনার হিসেবে অংশগ্রহণ করবে।

বিজ্ঞাপন