পাঁচ ব্যাংকের অফিসার ক্যাশ পদে লিখিত পরীক্ষা ১৯ এপ্রিল

  • ক্যারিয়ার ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লোগো

লোগো

পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে সমন্বিত নিয়োগের এমসিকিউ পরীক্ষার ফলাফল এবং লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

সোনালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ও প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে এমসিকিউ পরীক্ষায় ১২ হাজার ২৫৪ জন উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞাপন

উত্তীর্ণদের ২০০ নম্বরের লিখিত পরীক্ষা আগামী ১৯ এপ্রিল শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ, বাড্ডা আলাতুন্নেসা হায়ার সেকেন্ডারি স্কুল, মোহাম্মদপুর গভঃ হাইস্কুল, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ এবং গ্রীনফিল্ড স্কুল এন্ড কলেজে পরীক্ষা নেয়া হবে।

প্রার্থীদের এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র নিয়েই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ত্রিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ, প্রবেশপত্রের একাধিক কপি ও অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না।

বিজ্ঞাপন

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের রোল নম্বর এবং লিখিত পরীক্ষার আসনবিন্যাস দেখুন