হকির নির্বাচনে হঠাৎ ভেন্যু বদল! কূটচালের শঙ্কায় একপক্ষ



আপন তারিক, সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
হকি ফেডারেশনে ভোট যুদ্ধে নামছে দুই পক্ষ

হকি ফেডারেশনে ভোট যুদ্ধে নামছে দুই পক্ষ

  • Font increase
  • Font Decrease

শঙ্কা কাটিয়ে অবশেষে সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচন। মুখোমুখি দুই পক্ষ। কিন্তু নির্বাচন শুরু হতে যখন ২৪ ঘন্টারও কম বাকী তখন হঠাৎ বদলে গেল ভোটের ভেন্যু। জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) নয়, ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সকালে শুরু ভোটগ্রহণ।

৮৪ জন কাউন্সিলরের ভোটে নির্ধারিত হবে ভোট ভাগ্য! বিজয়ীরা চার বছরের জন্য হকি ফেডারেশনের দ্বায়িত্ব নেবেন। ৫টি সহ-সভাপতি, ১টি সাধারণ সম্পাদক, ২টি যুগ্ম সম্পাদক, ১টি কোষাধ্যক্ষ ও ১৯টি কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন ৫৩ জন প্রার্থী!

গত দুই বছর ধরেই বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচন নিয়ে সরব কর্মকর্তারা। কিন্তু নানা অজুহাতে পিছিয়ে যাচ্ছিল সেই নির্বাচন। ২০১৭ সালে প্রার্থীরা মনোনয়ন পত্র তুললেও জমা দিতে পারেননি! বন্যার কারণে নির্বাচন স্থগিত করে এনএসসি। তারপর অ্যাডহক কমিটি দ্বায়িত্ব পালন করে গেছে। গত কয়েক মাসেও নির্বাচন নিয়ে জলঘোলা হয়েছে। অবশেষে যখন সব চূড়ান্ত তখনই ভোটকেন্দ্র বদলে ফেলায় প্রতিবাদে সোচ্চার একপক্ষ।

ভোটে প্রভাব বিস্তার করতেই ভেন্যু বদল-দাবী বাঁচাও হকি পরিষদের প্রার্থীদের। আবদুর রশিদ শিকদার-মমিনুল হক সাঈদ প্যানেল এনএসসির এই সিদ্ধান্তে হতাশ। যদিও নির্বাচন কমিশনার শাহ আলম সরদার রোববার জানিয়ে দিলেন, কাউন্সিলরদের উদ্বেগের কারনেই ভেন্যু বদলেছেন তারা।

কিন্তু কিছুতেই এই দাবীর সঙ্গে একমত নন বাঁচাও হকি পরিষদের সংগঠন মোহামেডান-মেরিনার্স-উষা জোটের প্রার্থীরা। বার্তা২৪.কমকে রোববার সন্ধ্যায় মেরিনার ইয়াংস ক্লাবের সাধারণ সম্পাদক হাসানউল্লাহ খান রানা বলছিলেন, ‘এটা অবশ্যই নজিরবিহীন এক পরিবর্তন। নির্বাচনের যখন ১৫ ঘন্টার বাকী তখন কোথাও এভাবে ভেন্যু বদলে ফেলা হয়? এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাই আমরা। দেখুন হকির নির্বাচন নিয়ে একটি পক্ষ অনেক দিন ধরেই চক্রান্ত করছে। এটা তারই অংশ।’

নির্বাচনে রশিদ-সাঈদ প্যানেলের প্রতিপক্ষ সাজেদ আদেল-আব্দুস সাদেক প্যানেলের আপত্তির মুখেই পাল্টে গেছে ভেন্যু। এর আগে তাদেরই আবেদনের মুখে স্থগিত হয়েছিল নির্বাচন। হাসানউল্লাহ খান রানা বার্তা২৪.কমকে জানান, ‘কূটচালের অংশ হিসেবেই হঠাৎ এই ভেন্যু বদল। ধানমন্ডিতে ওই পক্ষের এলাকায় ভোট কতটা নিরাপদে হবে তা নিয়ে প্রশ্ন থাকছে।’ তবে নির্বাচন বয়কটের পথে হাটবে না হকি বাঁচাও পরিষদ।

সাধারণ সম্পাদক প্রার্থী মমিনুল হক সাঈদ জানিয়ে রাখলেন, ‘দেখুন, আমরা শঙ্কায় আছি। একটা পক্ষ নির্বাচন বানচাল করতে উঠে পড়ে লেগেছে। সাধারণ ভোটারদের অধিকার কেড়ে নিতে চায় ওরা। নির্বাচন যেখানেই হবে আমরা সেখানেই অংশগ্রহণ করব। ভোট অনুষ্ঠিত হলে আমরাই জিতব।’

জয়ের ব্যাপারে আশাবাদী বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সমর্থন মাঠে নামা আদেল-সাদেক পরিষদও। সহ-সভাপতি প্রার্থী সাজেদ এ আদেল স্পষ্ট জানিয়ে রেখেছেন, ‘দেখুন, নির্বাচনে লড়তে আমরা প্রস্তুত। সবার সমর্থন রয়েছে আমাদের সঙ্গে। আশা করছি, পূর্ণ পরিষদে নির্বাচিত হব আমরা।’

বাংলাদেশ হকি পথ হারিয়েছে অনেকদিন ধরেই। মাঠে খেলা নেই। আন্তর্জাতিক অঙ্গনেও নেই সাফল্য। এমন কী ফেডারেশনেও নেই কোন উদ্যোগ। হকিতে শেষবার নির্বাচন হয়েছে ২০০৫ সালে। তারপর ২০১০ সালে একটি প্যানেল হওয়াতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হন খন্দকার জামিল উদ্দিন। ২০১৩ সালে শফিউল্লাহ মুনীর সরে দাঁড়ালে খাজা রহমতউল্লাহ সাধারণ সম্পাদক পদে আসেন।

অবশেষে আবারেও ভোটযুদ্ধ হকি ফেডারেশনে। দুই পক্ষই দেশের এক সময়ের জনপ্রিয় এই খেলাটির সোনালী দিন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু আগের দিন ভেন্যু বদলে নানা শঙ্কা উঁকি দিচ্ছে-ভোট সুষ্ঠু হবে তো?

আরো পড়ুন-

হকি ফেডারেশনের নির্বাচন ২৯ এপ্রিল

হকিতে নতুন দিগন্ত সূচনার প্রতিশ্রুতি

‘বাঁচাও হকি পরিষদে’ থাকছেন যারা

   

মেসি-সুয়ারেজ জুটির তাণ্ডবে মায়ামির গোল বন্যা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গত ২৪ মার্চ নিউইয়র্ক রেড বুলসের মাঠে লিওনেল মেসিকে ছাড়াই নেমেছিল ইন্টার মায়ামি। সেদিন মায়ামিকে এক হালি গোল হজম করিয়ে হারিয়েছিল স্বাগতিকরা। এবার নিজেদের মাঠে সেই হারেরই যেন প্রতিশোধ নিল ইন্টার মায়ামি। লুইস সুয়ারেজের হ্যাটট্রিক এবং লিওনেল মেসির রেকর্ড পাঁচ অ্যাসিস্টের রাতে নিউইয়র্ক রেড বুলসকে ৬-২ গোলে হারিয়েছে ফ্লোরিডার দলটি।

এদিন মায়ামির মাঠে যেন বার্সেলোনার আগের সেই অপ্রতিরোধ্য মেসি-সুয়ারেজ জুটির ঝলক দেখল ফুটবল বিশ্ব। প্রথমার্ধে বেশ চাপেই ছিল ইন্টার মায়ামি, এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় তারা। তবে বিরতির পর যেন বিধ্বংসী এক দলের দেখা পেল ইন্টার মায়ামির সমর্থকরা।

মেসির অ্যাসিস্ট থেকে ৪৮ ও ৬২তম মিনিটে দলের হয়ে গোল করেন মাতিয়াস রোজাস। পুরোনো বন্ধু লুইস সুয়ারেজের পাস থেকে ম্যাচে নিজের একমাত্র গোলটি করেন লিওনেল মেসি। এরপরই শুরু হয় মেসির জাদু। মেসি-সুয়ারেজের এই তাণ্ডবের জন্য প্রস্তুত ছিল না রেড বুলসের ডিফেন্ডাররা।

৬৮, ৭৫ ও ৮১তম মিনিটে সুয়ারেজকে দিয়ে গোল আদায় করান মেসি। মায়ামির হয়ে এটিই ছিল সুয়ারেজের প্রথম হ্যাটট্রিক। সুয়ারেজের এই রেকর্ডের রাতে রেকর্ড গড়েন তার প্রিয় বন্ধু মেসিও। এই ম্যাচে মায়ামির ছয় গোলের পাঁচটিতেই অ্যাসিস্ট করেছেন মেসি। মেজর লিগ সকারের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচটি অ্যাসিস্টের বিরল রেকর্ড গড়লেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন।

চলতি মৌসুমে লিগে ৮ ম্যাচে ১০ গোল করেছেন মেসি, সঙ্গে অ্যাসিস্ট মোট ১২টি।  বিশাল ব্যবধানের এই জয়ের পর মেজর লিগের ইস্টার্ন কনফারেন্স শীর্ষেই আছে মায়ামি, ১২ ম্যাচে ২৪ পয়েন্ট তাদের।

;

রোনালদোর হ্যাটট্রিকে বড় জয় আল নাসরের



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বয়সের সঙ্গে যেন পারফরম্যান্সটা আরও ধারালো হয়ে উঠছে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। আল নাসরের হয়ে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তিনি। গতরাতে আরও একটি হ্যাটট্রিকের দেখা পেলেন এই ফরোয়ার্ড। সৌদি লিগে সাত ম্যাচের তিনটিতেই হ্যাটট্রিক আদায় করলেন ৩৯ বছর বয়সী এই তারকা ফুটবলার।

গতরাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল ওয়েহদার বিপক্ষে ৬-০ গোলের বড় জয় পেয়েছে রোনালদোর দল আল নাসর। যেখানে তার হ্যাটট্রিক ছাড়াও বাকি তিনটি গোল করেন ওতাভিও, সাদিও মানে ও মোহাম্মদ আল-ফাতিল।

এদিন ঘরের মাঠে শুরুতেই গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। পরে দ্বাদশ মিনিটে ব্যবধান বাড়ান। প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যায় আল নাসর। বিরতির পর আরও এক গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। শেষে আল-ফাতিলের গোলের মাধ্যমে বিশাল জয় পায় স্বাগতিকরা। 

চলতি মৌসুমে মোট চারটি হ্যাটট্রিকের দেখা পেলেন রোনালদো। এছাড়াও ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এই মহাতারকার মোট গোলের সংখ্যা দাঁড়াল ৫২টি। এদিকে আল নাসরের হয়ে এখন পর্যন্ত মোট ছয়টি হ্যাটট্রিক করেছেন রোনালদো। তার ২২ বছরের ক্যারিয়ারের ৬৬তম হ্যাটট্রিক ছিল এটি। 

২৭ ম্যাচ ৩২ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার শীর্ষে আছেন রোনালদো। বড় ব্যবধানের এই জয়ের পর ৩০ ম্যাচে আল নাসরের পয়েন্ট ৭৪। এদিকে এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৮৩।

;

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা, বাংলাদেশ ‘বি’ গ্রুপে



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে নেই আর এক মাসও। আগামী ২ জুন থেকে টুর্নামেন্টটি যৌথভাবে শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। চলতি বছরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের টি-টোয়েন্টি বিশকাপও। বাংলাদেশের মাটিতে এই টুর্নামেন্টটি আগামী অক্টোবরে শুরু হওয়ার বিষয়টি জানা গিয়েছিল আগেই। এবার পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করলো আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল)। 

ঢাকার এক হোটেলে আজ (রোববার) বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। আগামী ৩ অক্টোবর পর্দা উঠবে আসরের মূলপর্বের। দশটি দল খেলবে দুটি আলাদা গ্রুপে ভাগ হয়ে। সেখানে গ্রুপ ‘বি’-তে আছে স্বাগতিক বাংলাদেশ। গ্রুপটির বাকি চার দল দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও কোয়ালিফায়ার ২।

এদিকে গ্রুপ ‘এ’-তে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও কোয়ালিফায়ার ২। 

গ্রুপ পর্বে দলগুলো সিঙ্গেল রাউন্ড রবিন পদ্ধতিতে খেলবে চারটি করে ম্যাচ। সেখান থেকে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি পৌঁছাবে সেমি-ফাইনালে। 

৩ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী দিনে গড়াবে দুটি ম্যাচ। বিকেল ইংল্যান্ডের বিপক্ষে নামবে দক্ষিণ আফ্রিকা। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় ৭টাই কোয়ালিফায়ার ২ এর বিপক্ষে নামবে বাংলাদেশের মেয়েরা। 

১৮ দিনের টুর্নামেন্টটিতে মোট ম্যাচ ২৩টি। ঢাকা ও সিলেটে হবে আসরের সব ম্যাচগুলো। ২০ অক্টোবর টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকায়। 

এক নজর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। 

৩ অক্টোবর: ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ঢাকা (বিকেল ৩টা) 

৩ অক্টোবর: বাংলাদেশ-কোয়ালিফায়ার ২, ঢাকা (সন্ধ্যা ৭টা) 

৪ অক্টোবর: অস্ট্রেলিয়া-কোয়ালিফায়ার ১, সিলেট (বিকেল ৩টা) 

৪ অক্টোবর: ভারত-নিউজিল্যান্ড, সিলেট (সন্ধ্যা ৭টা) 

৫ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ, ঢাকা (বিকেল ৩টা) 

৫ অক্টোবর: বাংলাদেশ- ইংল্যান্ড, ঢাকা (সন্ধ্যা ৭টা) 

৬ অক্টোবর: নিউজিল্যান্ড-কোয়ালিফায়ার ১, সিলেট (বিকেল ৩টা)  

৬ অক্টোবর: ভারত-পাকিস্তান, সিলেট (সন্ধ্যা ৭টা) 

৭ অক্টোবর: ওয়েস্ট ইন্ডিজ-কোয়ালিফায়ার ২, ঢাকা (সন্ধ্যা ৭টা) 

৮ অক্টোবর: অস্ট্রেলিয়া-পাকিস্তান, সিলেট (সন্ধ্যা ৭টা) 

৯ অক্টোবর: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, ঢাকা (বিকেল ৩টা) 

৯ অক্টোবর: ভারত-কোয়ালিফায়ার ১, সিলেট (সন্ধ্যা ৭টা) 

১০ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা-কোয়ালিফায়ার ২, ঢাকা (সন্ধ্যা ৭টা) 

১১ অক্টোবর: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, সিলেট (বিকেল ৩টা)  

১১ অক্টোবর: পাকিস্তান-কোয়ালিফায়ার ২, সিলেট (সন্ধ্যা ৭টা) 

১২ অক্টোবর: ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, ঢাকা (বিকেল ৩টা) 

১২ অক্টোবর: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, ঢাকা (সন্ধ্যা ৭টা) 

১৩ অক্টোবর: পাকিস্তান-নিউজিল্যান্ড, সিলেট (বিকেল ৩টা) 

১৩ অক্টোবর: ভারত-অস্ট্রেলিয়া, সিলেট (সন্ধ্যা ৭টা) 

১৪ অক্টোবর: ইংল্যান্ড-কোয়ালিফায়ার ২, ঢাকা (বিকেল ৩টা) 

১৭ অক্টোবর: প্রথম সেমিফাইনাল, সিলেট (সন্ধ্যা ৭টা) 

১৮ অক্টোবর: দ্বিতীয় সেমিফাইনাল, ঢাকা (সন্ধ্যা ৭টা) 

২০ অক্টোবর: ফাইনাল, ঢাকা (সন্ধ্যা ৭টা) 

;

জয়ের লক্ষ্যেই মাঠে নামছে শান্তরা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে জিম্বাবুয়ে। চট্টগ্রামে প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। আজ একই মাঠে সন্ধ্যা ৬টায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।

তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও সফরকারী জিম্বাবুয়েকে ছোট করে দেখছে না বাংলাদেশ। কারণ জিম্বাবুয়েরও আছে একের অধিক অভিজ্ঞ ক্রিকেটার, যারা এর আগেও টাইগারদের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এবং ম্যাচ জেতার নজিরও তাদের আছে। তবে প্রথম ম্যাচে দাপুটে জয় পাওয়ার পর বেশ আত্মবিশ্বাসী পুরো বাংলাদেশ দল।

দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সি গায়ে নিজের নৈপুণ্য দেখিয়েছেন টাইগার পেসার সাইফউদ্দিন। এছাড়া তাসকিন আহমেদও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বল হাতে ছিলেন দারুণ। ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম। শেষ ম্যাচে তার ৪৭ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংসের মাধ্যমেই সহজভাবে জয়ের বন্দরে পৌঁছে গেছে বাংলাদেশ।

আজ সিরিজের দ্বিতীয় ম্যাচেও নিজেদের জয়ের ধারা এবং পারফরম্যান্স ধরে রাখতেই মাঠে নামবে বাংলাদেশ। সম্ভবত অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।

;