রোমাঞ্চের উত্তাপ ছড়িয়ে রাতে মুখোমুখি ফ্রান্স-বেলজিয়াম



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ফাইনালের আগে এ যেন আরেক ফাইনাল! বিশ্লেষকরা গত কয়েকদিন ধরেই আতশী কাঁচের নিচে ফেলে ম্যাচের বিশ্লেষণ করে যাচ্ছেন। তাদের একটাই কথা ফ্রান্স-বেলজিয়াম সেমিফাইনাল ম্যাচের বিজয়ীর হাতেই উঠবে বিশ্বকাপ ট্রফি! ফেভারিটদের পতনের এই রাশিয়া বিশ্বকাপে এই দুই দলকেই এগিয়ে রাখছেন সবাই। কিন্তু মঙ্গলবার (১০জুলাই) রাতেই চোখের জলে বিদায় নেবে একটি দেশ, অন্যটি হাসিমুখে উঠে যাবে ফাইনালে। সেন্ট পিটার্সবার্গে বাংলাদেশ সময় রাত ১২টায় সেমির লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স-বেলজিয়াম।

ফাইনালে উঠার এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি সরাসরি দেখা যাবে- বিটিভি, মাছরাঙা, নাগরিক টিভি সনি ইএসপিএন, সনি টেন টু ও সনি টেন থ্রি চ্যানেলে।

মঙ্গলবার অবশ্য এই মাঠে হতে পারতো ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ! ফিকশ্চার তেমনই ইঙ্গিত দিয়েছিল। কিন্তু ফেভারিটদের হারিয়ে হিসাবের ছক উল্টো শেষচারে উঠে আসে ফ্রান্স-বেলজিয়াম। আর সেই 'দুঃসাহসিক' কাজটা করেছেন দুই দলের সোনালী প্রজন্মের ফুটবলাররা। একদিকে আন্তোয়ান গ্রিজমান, পল পগবা, কিলিয়ান এমবাপ্পেরা, ফরাসিদের স্বপ্ন দেখাচ্ছেন। অন্যদিকে ইডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইনরা বেলজিয়ামের পতাকা তুলে ধরেছেন। টানা ২৪ ম্যাচ অপরাজিত থেকে দলকাকে তারা নিয়ে গেছেন বিশ্বকাপের সেমিফাইনালে।

এই 'গোল্ডেন জেনারেশন'-এর সঙ্গে দুই দলেই আছেন দু'জন ফুটবল মস্তিষ্ক। যারা প্রতিপক্ষ বধের ছক কষে ফেলেন মুহুর্তেই! এরমধ্যে বিশ্বকাপ ট্রফি আগেই ছুঁয়ে দেখেছেন দিদিয়ের দেশম। ১৯৯৮ সালে অধিনায়ক হয়েই ফ্রান্সকে এনে দিয়েছেন ট্রফি। এবার কোচ হয়েও দলকে বিশ্বকাপ এনে দিতে লড়ে যাচ্ছেন দেশম। এমন কৃতিত্ব অবশ্য আছে মাত্র দুজনের। ব্রাজিলের মারিও জাগালো ও জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ফুটবলার ও কোচ হিসেবে জিতেছেন বিশ্বকাপ।

দেশমের চোখ অবশ্য এখন শুধুই বেলজিয়াম ম্যাচে। জানিয়ে রাখলেন- ‘দেখুন, এখন আমি নিজের কথা কিছুই ভাবছি না। বেলজিয়ামের বিপক্ষে জিতে দলকে কিভাবে ফাইনালে নেওয়া যায়, সেটাই ভাবছি। প্রত্যাশা করছি সেমিফাইনাল শেষে এ সম্ভাবনা নিয়ে প্রশ্নটি আমাকে আবার করতে পারবেন।’

অন্যদিকে কম যাচ্ছেন না বেলজিয়ামের কোচ রবার্তো মার্তিনেসও। ফরাসিদের চোখে চোখ রেখেই কথা বলছেন তিনি। জানালেন, ‘এর আগে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে আমাদের জয়ের সম্ভাবনা নিয়ে কেউ ভাবেনি। এখন ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগেও নিশ্চয়ই ভাবছে না। এ অবস্থায় আমরা নিজেদের কাজটি ঠিকঠাক মতো করতে চাই।’

সেমিফাইনালের আগের দিন ফরাসি কোচ দেশম তার সেরা অস্ত্র কিলিয়ান এমবাপেকে অনুশীলনে ছুটি দিয়েছিলেন। এনিয়ে অবশ্য গুঞ্জন ছড়িয়েছিল-তবে ইনজুরিকে এই বিস্ময় বালক? সেই শঙ্কা উড়িয়ে দেশম জানিয়েছেন এমবাপ্পে ফিট এবং আবারো ঝড় তুলতে প্রস্তুত।

এর আগে ১৩ বার বিশ্বকাপে খেলেছে বেলজিয়াম। সেরা সাফল্য সেমিফাইনালে খেলা। ১৯৮৬ সালে সেই অর্জনের পর অনেক বছর কেটে গেছে। আবারো সেরা চারে উঠে এসেছে দলটি! হ্যাজার্ড, আর রোমেলু লুকাকুরা ট্রফি নিয়েই ফিরতে চায় দেশে। এদিক থেকে অভিজ্ঝতায় বেশ এগিয়ে ফ্রান্স।  ১৯৯৮ বিশ্বকাপ জিতেছিল জিনেদিন জিদানের দল। এরপর ২০০৬ সালে ইতালির কাছে না হারলে আরেকটি ট্রফি পেতে পারতো তারা। তবে এবার কিলিয়ান এমবাপে আর গ্রিজম্যানদের এগিয়ে রাখছেন বিশ্লেষকরা।

যদিও হেড টু হেডে এগিয়ে বেলজিয়াম। ৭৩ বারের দেখায় ২৪ বার জিতেছে ফরাসিরা আর বেলজিয়াম ৩০বার। বাকি ১৯ ম্যাচ ড্র।

এবার বিশ্বকাপের মঞ্চে কারা জিতবে সেটা সময়ই বলে দেবে। তবে আগাম জানিয়ে রাখা যায়-সেন্ট পিটার্সবার্গে মঙ্গলবার রাতে গতির ঝড় উঠবে! রোমাঞ্চকর একটা ম্যাচ প্রতীক্ষায় আছে। ফরাসি কিংবদন্তি ফুটবলার লরা ব্লাংক যেমনটা বলে রেখেছেন, ‘ফ্রান্স-বেলজিয়াম ম্যাচের জয়ী দলটাই বিশ্বকাপ জিতবে।’

   

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল যুক্তরাষ্ট্র



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জুনে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। যেখানে স্বাগতিক হিসেবে যৌথভাবে আছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। গতকাল (শুক্রবার) বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ক্যারিবিয়রা। এরপর রাতে আরেক স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রও প্রকাশ করল তাদের ১৫ সদস্যের স্কোয়াড।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। এই সিরিজের জন্যও সেই একই স্কোয়াড নিয়েই মাঠে নামবে তারা এমনটাই জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ড থেকে।

ঘরের মাটিতে দলকে এবার নেতৃত্ব দিবেন মোনাক পাটেল। এছাড়াও স্কোয়াডের উল্লেখযোগ্য নামের মধ্যে আছে কোরি অ্যান্ডারসন। তিনি সদ্য নিউজিল্যান্ড ক্রিকেট থেকে অবসর নিয়ে যুক্তরাষ্ট্রের দলে পাড়ি জমিয়েছেন। এমনকি নিউজিল্যান্ডের হয়ে এর আগে বিশ্বকাপেও খেলেছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকদের সিরিজটি শুরু হবে আগামী ২১ মে। পরের দুটি ম্যাচ ২৩ ও ২৫ মে। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে টেক্সাসের হিউস্টনে, প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে।

যুক্তরাষ্ট্র স্কোয়াডঃ

মোনাক পাটেল (অধিনায়ক), অ্যারন জোনস, আন্দ্রিস গুজ, স্টিভেন টেলর, কোরি অ্যান্ডারসন, সৌরভ নেত্রাভালকার, জেসি সিং, হারপ্রীত সিং, নশটুশ কেনজিগে, শ্যাডলি ভ্যান স্কলওয়াক, নীতিশ কুমার, আন্দ্রিস গুজ, শায়ান জাহাঙ্গীর, আলী খান, নিসর্গ পাটেল, মিলিন্দ কুমার।

রিজার্ভ: গাজানান্দ সিং, জুনোয় ড্রাইড্যাল এবং ইয়াসির মোহাম্মদ।

;

স্টার্কের আগুনে বোলিংয়ে মুম্বাইকে আটকাল কলকাতা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কাগজে-কলমের হিসেবে আইপিএলের চলতি আসরের প্লে অফে খেলার কিঞ্চিৎ সম্ভাবনা এখনও বাকি আছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। তার জন্য শুক্রবার রাতে নিজেদের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয় পাওয়া জরুরি ছিল হার্দিকদের জন্য। তবে ২৪ রানের জয় তুলে শেষ হাসি হাসল কলকাতাই।

এদিন টসে হেরে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। ব্যাট হাতে বেশ নড়বড়ে দেখা যায় কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়দের। ওয়াংখেড়েতে মুম্বাইয়ের বোলারদের তোপের মুখে পড়েন তারা। পাওয়ার প্লে-তেই সাজঘরে ফেরত যান কলকাতার চার ব্যাটার, স্কোরবোর্ডে রান তখন ৫৭।

ব্যাটিং ধ্বস সামলে দলের হাল ধরেন মিডল অর্ডারের দুই ব্যাটার ভেংকাটেশ আইয়ার ও মানিশ পান্ডে। তাদের ব্যাটে চড়ে লড়াকু পুঁজি পায় সফরকারীরা। নির্ধারিত ওভার শেষ হওয়ার এক বল আগেই সবকটি উইকেট হারিয়ে কলকাতার দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৬৯ রানে।

জবাবে ব্যাট হাতে ধাক্কা খায় মুম্বাইও। টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর দলকে টেনে তোলেন সূর্যকুমার যাদব। তার ৩৫ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংসে জয়ের আশা দেখতে থাকে ওয়াংখেড়ের নীল জার্সি পরিহিত দর্শকরা। তবে কলকাতার বোলারদের নৈপুণ্যে শেষ হাসিটা হাসা হয়নি স্বাগতিকদের। ৭ বল বাকি থাকতেই মুম্বাইয়ের সাওবকটি উইকেট তুলে নেন কলকাতার বোলাররা। মিচেল স্টার্ক একাই নেন চার উইকেট।

এই জয়ের পর পয়েন্ট তালিকার দুইয়েই অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। তবে এই ম্যাচে জয়ের দেখা পাওয়ায় ১০ ম্যাচে ১৪ পয়েন্টের সঙ্গে প্লে-অফে এক পা দিয়েই রেখেছে কলকাতা। অপরদিকে ১১ ম্যাচে মাত্র তিনটিতে জয় পাওয়া মুম্বাই চলতি আইপিএলে বেশ নিষ্প্রভ। শীর্ষ চারে ওঠার সম্ভাবনা তাদের প্রায় শেষ বললেই চলে।

সংক্ষিপ্ত স্কোরঃ

কলকাতাঃ ১৬৯ (১৯.৫ ওভার); ভেংকাটেশ ৭০। মানিশ ৪২; বুমরাহ ৩-১৮, থুশারা ৩-৪২।

মুম্বাইঃ ১৪৫ (১৮.৫ ওভার); সূর্যকুমার ৫৬, ড্যাভিড ২৪; স্টার্ক ৪-৩৩, বরুণ ২-২২।

ফলাফলঃ কলকাতা ২৪ রানে জয়ী।

প্লেয়ার অব দা ম্যাচঃ ভেংকাটেশ আইয়ার।

;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

বসুন্ধরা কিংস–ঢাকা আবাহনী              

বিকেল ৫–৪৫ মিনিট > টি স্পোর্টস

আইপিএল

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু–গুজরাট টাইটানস

রাত ৮টা > স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস

লা লিগা 

রিয়াল মাদ্রিদ–কাদিজ                     

রাত ৮–১৫ মিনিট > র‍্যাবিটহোল ও স্পোর্টস ১৮–১ 

জিরোনা–বার্সেলোনা                      

রাত ১০–৩০ মিনিট > র‍্যাবিটহোল ও স্পোর্টস ১৮–১ 

ইংলিশ প্রিমিয়ার লিগ 

আর্সেনাল–বোর্নমাউথ

বিকেল ৫–৩০ মিনিট > স্টার স্পোর্টস সিলেক্ট ১

বার্নলি–নিউক্যাসল                         

রাত ৮টা > স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যানচেস্টার সিটি–উলভারহ্যাম্পটন    

রাত ১০–৩০ মিনিট > স্টার স্পোর্টস সিলেক্ট ১

জার্মান বুন্দেসলিগা 

স্টুটগার্ট–বায়ার্ন মিউনিখ  

সন্ধ্যা ৭–৩০ মিনিট > সনি স্পোর্টস টেন ৫

সৌদি প্রো লিগ

আল নাসর–আল ওয়েহদা   

রাত ১২টা > সনি স্পোর্টস টেন ৫               

;

ছন্নছাড়া জিম্বাবুয়েকে হেসেখেলে হারাল বাংলাদেশ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাত আটটায় চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস ছিল। পূর্বাভাস অনুযায়ী রাত আটটার কিছু সময় পরই হাজির হয়েছে বৃষ্টি। তাতে কিছুক্ষণ বন্ধ থাকার পর শুরু হয় ম্যাচ। কিছু সময় পর আবার বৃষ্টির হানা। দুই দফায় বৃষ্টির বাগড়া সয়ে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সিকান্দার রাজার দলকে বাংলাদেশ হারিয়েছে ৮ উইকেটে।

জিম্বাবুয়ের দেয়া ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই লিটন দাসকে হারায় বাংলাদেশ। ৩ বলে ১ রান করে ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। তবে অন্য ওপেনার তানজিদ তামিম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিলে দুই দফায় বৃষ্টির মধ্যেও ৫২ রানের জুটি গড়ে রানের চাকা সচল রাখেন।

দ্বিতীয় দফায় বৃষ্টি-বাধার পর খেলা শুরু হলে তেড়েফুঁড়ে খেলতে থাকেন তামিম ও শান্ত। জিম্বাবুয়ের ফিল্ডারদের ব্যর্থতায় দুইবার জীবন পেয়ে ৩৬ বলে ফিফটির দেখা পান তামিম। ফিফটির পর আরও একবার জীবন পান তিনি। শেষ পর্যন্ত ৪৭ বলে ৬৭ রান করে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষিক্ত এই ব্যাটার।

শান্ত অবশ্য ততটা ‘ভাগ্যবান’ ছিলেন না। ব্যক্তিগত ২১ রানে লুক জংওয়ের বলে ডিপ মিডউইকেটে শন উইলিয়ামসের তালুবন্দি হয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। ১৮ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংসে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাওহিদ হৃদয়। তাদের ব্যাটে চড়ে ২৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে তাসকিন-সাইফউদ্দিনদের বোলিং তোপে ২০ ওভারে ১২৪ রান তুলে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ১৪ রানে ৩ উইকেট নেন তাসকিন। এক রান বেশি খরচ করে ৩ উইকেট ঝুলিতে পোরেন সাইফউদ্দিনও। দুই উইকেট পান স্পিনার শেখ মেহেদী হাসান।

ব্যাটিং ধসে ৪১ রানে ৭ উইকেট হারানো জিম্বাবুয়ে একশ ছাড়ানো সংগ্রহ পায় অষ্টম উইকেটে ক্লাইভ মাদান্দে এবং ওয়েলিংটন মাসাকাদজার লড়াকু জুটিতে। তাদের ৭৫ রানের জুটিতে লড়াইয়ের পুঁজি পায় সফরকারীরা। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৩ রান আসে উইকেটকিপার-ব্যাটার মাদান্দের ব্যাটে।

;