আশরাফুলের চোখে বিশ্বকাপে ফেরার স্বপ্ন



এম. এম. কায়সার, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

১৩। সংখ্যাটা উচ্চারণের সঙ্গে সঙ্গে পরমুহূর্তে কোন শব্দের দেখা মিলে?

জ্বি, ঠিক ধরেছেন।

আনলাকি! আনলাকি থার্টিনের সঙ্গে যে তেমন কেউ যেতে চান না।

তবে এই ধারণার সঙ্গে এই মূহূর্তে মোটেও একমত নন মোহাম্মদ আশরাফুল। ঠিক যাকে বলে অধীর অপেক্ষায় চেয়ে থাকা- তেমনই এক দৃষ্টি নিয়ে এবারের ১৩ আগস্টের জন্য দিন গুণছেন বাংলাদেশ ক্রিকেটের একসময়ের ওয়ান্ডার বয় মোহাম্মদ আশরাফুল। পেছনের পাঁচ বছর ধরে চলছে আশরাফুলের এই অপেক্ষা প্রহর। এদিনই যে তার আর্ন্তজাতিক ক্রিকেটে ফেরার নিষেধাজ্ঞা উঠে যাবে! সেই সঙ্গে ঘরোয়া টি-টুয়েন্টি ক্রিকেট লিগ বিপিএলে খেলার জন্যও যোগ্যতা ফিরে পাবেন।

আশরাফুল এখন ইংল্যান্ডে। দেশে ফিরবেন ১৬ অগাস্ট। ইংল্যান্ডে বেড়াতে নয়, ক্রিকেট চর্চা ঝালিয়ে নিতেই গেছেন এবার। লন্ডনের কিয়া ওভালে বাংলাদেশ ‘এ’ দলের সাবেক কোচ শহিদুল আলম রতনের তত্ত্বাবধায়নে লম্বা সময় ধরে নিজের ব্যাটিং অনুশীলন করেছেন। শহিদুল আলম রতন এখন লন্ডন প্রবাসী। সেখানে ক্রিকেট নিয়েই দিন কাটে তার। আশরাফুলের শেখার ক্ষিদে এবং তার দৃঢ়তায় রতনও মুগ্ধ।

 

লন্ডন থেকে শনিবার দুপুরে বার্তা২৪ এর সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে মোহাম্মদ আশরাফুল জানান- ‘এদিনটির (১৩ অগাস্ট ২০১৮) জন্যই আসলে পেছনের পাঁচটা বছর অপেক্ষা করছি। অপেক্ষায় ছিলাম যে কবে আমার সব নিষেধাজ্ঞা উঠে যাবে। যদিও আমি পেছনের দুই বছর ধরে প্রথম শ্রেনীর এবং লিস্ট ‘এ’র ম্যাচ খেলেছি বাংলাদেশে। আর আর্ন্তজাতিক ক্রিকেট ও বিপিএলের খেলায় ফিরে আসার নিষেধাজ্ঞাটা আমার উঠে যাচ্ছে এই বছরের ১৩ আগস্ট। এই তারিখটা শেষ হলেই আমি আবার বাংলাদেশ দলের হয়ে আর্ন্তজাতিক ম্যাচ এবং বিপিএলে খেলার জন্য যোগ্যতা ফিরে পাবো।’

আশরাফুলের বয়স এখন ৩৪। ভালই জানেন এই বয়সে আর্ন্তজাতিক ক্রিকেটে ফিরে আসতে হলে ফিটনেস এবং পারফরমেন্স দুটোই আবশ্যিক শর্ত। সেই শর্ত পুরুণের জন্যও জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে কমবয়সী সেঞ্চুরিয়ান। বললেন-‘গত দুটো বছরে নিজের ফিটনেস নিয়ে অনেক কাজ করেছি। বিশেষ করে পেছনের দুই মাসে আমি এই ফিটনেসের তাগিদ আরো বাড়িয়ে দিয়েছি। এই সময়ে আমি আট/নয় কেজির মতো ওজন কমিয়েছি। ফিটনেস এখন আমার আগের থেকে অনেক ভাল। বাংলাদেশ দলের হয়ে আবার খেলবো এই স্বপ্ন আমি কখনো দেখা বন্ধ করিনি। আশায় আছি এই মৌসুমে প্রথম শ্রেনী এবং ঘরোয়া লিগে যে ক্রিকেট হবে সেখানে আমার পারফরমেন্স আরো ভাল হবে। গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে আমার পারফরমেন্স ভাল হয়েছিল।’

 

বিপিএলে ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে পড়ে আশরাফুল পাঁচ বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন। শাস্তির সেই কঠিন সময়টাও আশরাফুল দেখেছেন কাঁধের ওপর অনেকের সহমর্মিতার পরশ। সেই কঠিন সময়ে যারা পাশে ছিলেন তাদের প্রতি নিজের কৃতজ্ঞতা জানাতে ভুলেনি তিনি- ‘আমি কৃতজ্ঞ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। আমাকে সবাই খুব সহায়তা করেছেন। বোর্ড সভাপতি থেকে নির্বাচকরা সবাই আমাকে সহায়তা করেছেন পেছনের এই পাঁচটা বছর। দেশে এবং দেশের বাইরে সর্বত্রই আমার ভক্ত-সমর্থকরাও আমাকে অকুণ্ঠ হৃদয়ে সমর্থন দিয়ে এসেছে। আমি তাদের সবার কাছে কৃতজ্ঞ। প্রায় সময় তাদের প্রশ্ন ছিল-আমি কবে আবার দেশের হয়ে খেলবো ? কবে ফিরবো? আমি তাদের জন্য হলেও আবার বাংলাদেশ দলে খেলবো ইনশাল্লাহ্।

-সেই ফেরার সম্ভাব্যতা কবে? সম্ভাবনাই বা কেমন? এমন প্রশ্নের উত্তরে দৃঢ়তা নিয়েই আশরাফুল বললেন- ‘সামনের বছর বাংলাদেশ বিশ্বকাপে খেলবে। ইংল্যান্ডে হবে সেই বিশ্বকাপ। আমি স্বপ্ন দেখছি এখন সেই বিশ্বকাপে খেলার। ২০১৯ সালের বিশ্বকাপ দলে জায়গা পাবার জন্য যা যা প্রয়োজনীয়, যেমন ফিটনেস ঠিক রাখা। ঢাকা প্রিমিয়ার লিগে ভাল পারফর্ম করা। বিপিএলে ভাল সাফল্য দেখানো। জাতীয় লিগ, বিসিএল- যে পর্যায়ের ক্রিকেটেই খেলি না কেন, চাইবো যাতে আমি ভাল পারফরমেন্স করতে পারি। তাহলেই হয়তো বা বাংলাদেশ দলে আমাকে নির্বাচন করাটা সহজ হবে। আমার স্বপ্ন যেন পুরণ হয় সেজন্য আমি সবার কাছ থেকে দোয়া কামনা করছি।’

   

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াচ্ছে আজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে ওপেনার তানজিদ হাসান তামিমের। ম্যাচ শুরুর আগে অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ তাকে টি-টোয়েন্টি ক্যাপ পরিয়ে দিয়েছেন। গত বছর ওয়ানডে অভিষেক হয় তামিমের। বাংলাদেশ হয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও বেশকিছু ম্যাচ খেলেছেন এই তরুণ ব্যাটার। এরই মধ্যে ১৫ ওয়ানডে খেলা হয়ে গেছে তার। এবার ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে যাত্রা শুরু হল তার।

বাংলাদেশের মতো জিম্বাবুয়ের হয়েও আজ একজন অভিষেক হচ্ছে, তার নাম জয়লর্ড গামবি। এর আগে দেশের জার্সিতে ১১ ওয়ানডে খেলেছেন ২৮ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার ।

চট্টগ্রামের উইকেট ব্যাটিংবান্ধব হবে বলেই ধারণা করছে দুই দল। তাই টস জিতে আগে বোলিং করাকেই সমীচীন মনে করেছেন বাংলাদেশ অধিনায়ক। এছাড়া চট্টগ্রামের আকাশ এখন কিঞ্চিত মেঘলা। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী রাত ৮টার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন

জিম্বাবুয়ে একাদশ

সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেইগ এরভিন, জয়লর্ড গামবি, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, ক্লাইভ মাদান্দে, লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা

;

টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করবেন সৈকত



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া প্রথম বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এলিট প্যানেলের অংশ হওয়ার পর প্রথমবারের আইসিসির কোনো বিশ্ব আসরে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেলেন এই বাংলাদেশি আম্পায়ার। যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিতব্য এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে তাকে।

আজ (শুক্রবার) আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্বপ্রাপ্ত আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের তালিকা। ২০ জন আম্পায়ার এবং ৬ ম্যাচ রেফারির সে তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সৈকত।

আগামী ১ জুন শুরু হয়ে ২৯ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। ২০ দলের এই টুর্নামেন্টে ২৮ দিনে নয় ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৫৫ ম্যাচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্বপ্রাপ্ত ২০ আম্পায়ার

ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, আল্লাহুদিয়েন পালেকার, রিচার্ড কেটেলবরো, জয়ারামান মদনগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাস্কি, আহসান রাজা, রশিদ রিয়াজ, পল রাইফেল, ল্যাংটন রুসেরে, শহীদ সৈকত, রড টাকার, অ্যালেক্স হোয়ার্ফ, জোয়েল উইলসন ও আসিফ ইয়াকুব

টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্বপ্রাপ্ত ৬ রেফারি

ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগল শ্রীনাথ

;

চ্যাম্পিয়ন আবাহনীর জয়রথ থামাতে পারল না মোহামেডান



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আবাহনীর শক্তি বেশ খর্ব হয়েছে। দলের মূল একাদশের বেশিরভাগ এখন বাংলাদেশের হয়ে জিম্বাবুয়ে সিরিজে ব্যস্ত। তবে দ্বিতীয়সারির একাদশ নিয়েও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বিজয় নিশান ওড়াচ্ছে আবাহনী। চলতি মৌসুমে লিগে টানা ১৫তম জয় তুলে নেয়ার পথে আজ চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে তারা হারিয়েছে ৯ রানে।

ফতুল্লার খানসাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আবাহনী। অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের সেঞ্চুরি আর সাব্বির হোসেনের ৯০-এর ঘরের ইনিংস দুটিতে চড়ে ৪৪.৪ ওভারে অলআউট হওয়ার আগে ৩০৩ রান করে তারা।

দলের অন্য কোনো ব্যাটার বিশের ঘর ছুঁতে না পারলেও মোসাদ্দেক আর সাব্বিরের ইনিংস দুটিতে বড় পুঁজি পায় আবাহনী। মিডল অর্ডারে ১০১ বলে ৮ চার এবং ১০ ছক্কায় ১৩৩ রান করেন অধিনায়ক মোসাদ্দেক। এর আগে ইনিংস শুরু করতে নেমে ৭৮ বলে ৯১ রানের দারুণ এক ইনিংস আসে সাব্বিরের ব্যাটে। ৯ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ থাকলেও দলের বড় স্কোরে অবদান রাখতে পেরে নিশ্চয়ই তৃপ্ত হয়েছেন এই ব্যাটার।

মোহামেডানের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন আবু হায়দার রনি ও মেহেদী হাসান মিরাজ।

জবাব দিতে নেমে রানের খাতা খোলার আগেই ফেরেন মোহামেডান ওপেনার রনি তালুকদার। সেট হয়েও ২৫ রানের বেশি করতে পারেননি অন্য ওপেনার হাবিবুর রহমান।

তিনে নেমে অধিনায়ক ইমরুল কায়েস ৫৯ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে স্পিনার রাকিবুল হাসানের বলে ইমরুল ক্যাচ হয়ে ফেরার পর মোহামেডান ছন্দ হারায়। ১৯৮ রান তুলতে ৬ উইকেট খোয়া যায় তাদের।

তবে সপ্তম উইকেটে অবিশ্বাস্য এক জুটি গড়ে তোলে মোহামেডান সমর্থকদের আশা জোগান রুবেল মিয়া এবং আবু হায়দার রনি। সপ্তম উইকেটে তাদের ৯৬ রানের জুটিতে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় সাদাকালোরা। তবে শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার ব্যাট করে ৬ উইকেটে ২৯৪ রানে থামতে হয় তাদের।

সমান তিনটি করে চার-ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন রুবেল। ২৭ বলে ৪০ রান করেন রনি। আবাহনীর পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট যায় নাহিদুল ইসলামের ঝুলিতে।

;

রোনালদো-বেকহ্যামদের ক্লাবে যাবে বাংলাদেশের ৩ কিশোর



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

স্বপ্ন সত্যি করার সুযোগ হাতছানি বাংলাদেশের ৩ কিশোরের সামনে, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যে ডাক পড়েছে তাদের। ম্যানচেস্টার ইউনাইটেডের ‘ইউনাইটেড উই প্লে ২০২৪’ প্রতিযোগিতার মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেডের বিশেষ অনুশীলন ক্যাম্পে যোগ দেয়ার সুযোগ পেয়েছেন বাংলাদেশের তিন কিশোর  গাইবান্ধার রাহাত শেখ, জয়পুরহাটের পাপন রায় ও সিরাজগঞ্জের সাদমান অয়ন। আগামী জুন-জুলাইয়ে ভারতের বেঙ্গালুরুতে ইউনাইটেড উই প্লে’র দীর্ঘমেয়াদী অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন তারা।

জানা গেছে, বেঙ্গালুরুর ক্যাম্প শেষে ওল্ড ট্রাফোর্ডে যাওয়ার সুযোগ পাবেন রাহাত-অয়নরা।  সেখানে ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দলের ফুটবলার মার্কাস রাশফোর্ড, ব্রুনো ফার্নান্দেজদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে তাদের। এছাড়াও থিয়েটার অব ড্রিমস হিসেবে খ্যাত ওল্ড ট্রাফোর্ডে বসে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ উপভোগেরও সুযোগ পাবেন এই খুদে ফুটবলাররা।

বাংলাদেশের আগে ভারত, নেপাল, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে ইউনাইটেড উই প্লে প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। তবে এবারই প্রথম বাংলাদেশে অনুষ্ঠিত হল এই প্রতিযোগিতা। ম্যানচেস্টার ইউনাইটেডের সকার স্কুলের হেড অব কোচিং মাইকেল নিরি দেশের প্রায় ৫ শতাধিক খুদে ফুটবলারের মধ্য থেকে তিন প্রতিভাবানকে বেছে নেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম বৈশ্বিক পৃষ্ঠপোষক অ্যাপোলো টায়ার্স। তাদের উদ্যোগেই ইউনাইটেড উই প্লে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার নিবন্ধন শুরুর পর ব্যাপক সাড়া পায় আয়োজকরা। দুই দিনেই দেড় হাজারের বেশি আবেদন জমা পড়ে।

;