আসন না পেয়ে এরশাদের উপদেষ্টার পদত্যাগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা রিন্টু আনোয়ার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়া পদত্যাগ করেছে। তিনি ফেনী জেলা জাতীয় পার্টির আহবায়ক।
 
বৃহস্পতিবার (২২ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের বরাবর তিনি এ পদত্যাগ পত্র জমা দেন।
 
পদত্যাগ পত্রে রিন্টু আনোয়ার বলেন, 'স্যার আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। উদ্ভূত প্রেক্ষাপট ও পরিস্থিতি বিবেচনায় আমার মনে হয় আমাদের আর একসাথে রাজনীতি করা সমীচীন হবে না। আপনার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করছি। আপনার দলের মঙ্গল কামনা করি'। 
 
তবে জাপার দলীয় সূত্রে জানা গেছে, রিন্টু আনোয়ার আসন্ন থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে প্রার্থী করা হচ্ছে। সে কারণে তিনি পদত্যাগ করেছেন।