হ্যাটট্রিকম্যান প্রিন্সকে মন্ত্রী চান পাবনাবাসী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে হ্যাটট্রিক করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খন্দকার প্রিন্স।
নির্বাচনের আগে ও পরে গোলাম ফারুক খন্দকার প্রিন্স মন্ত্রিত্ব পাচ্ছেন এমন দাবিতে জেলাবাসীর পাশাপাশি সরব আওয়ামী লীগ তথা অঙ্গ সংগঠনগুলো। থেমে নেই শিক্ষক, আইনজীবী, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক সংগঠনগুলোও। বিষয়টি নিয়ে রাস্তাঘাট, দোকানপাট, হোটেল, এমনকি চায়ের দোকানেও চলছে জোর আলোচনা।
নবনির্বাচিত সাংসদ গোলাম ফারুক খন্দকার প্রিন্স বলেন, ‘গত দশ বছরে দলের জন্য, নির্বাচনী এলাকার মানুষের জন্য যা করেছি তার আমলনামা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে। তার বিচারে, আমার যোগ্যতা অনুসারে যদি তিনি মনে করেন, আমাকে মন্ত্রীর দায়িত্ব দেয়া যায়, তাহলে দেবেন। তিনি যেটা করবেন, সেটাই আমি খুশি মনে গ্রহণ করব।’
তিনি বলেন, ‘আমি কৃতজ্ঞ, দলের প্রধান আমাকে তৃতীয় বারের মতো নির্বাচন করার সুযোগ দিয়েছেন। যে জনগণের ভোটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে জননেত্রীকে নৌকা উপহার দিতে পেরেছি তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লাল বলেন, ‘নির্বাচনের আগে সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছি, এবারে পাবনা সদর আসনে প্রিন্সকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। আমি আশাবাদী, বঙ্গবন্ধু কন্যা এবারে পাবনা সদর আসনে গোলাম ফারুক প্রিন্সকে মন্ত্রিত্ব দেবেন। আমরা সে আশায় বুক বেঁধে আছি।’
পাবনার নাগরিক সমাজের আহ্বায়ক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মতীন খান বলেন, ‘বিগত ৫০ বছর ধরে মন্ত্রিত্ব পাওয়া থেকে বঞ্চিত রয়েছে পাবনা সদর আসনটি। আমরা আশা করি এ আসন থেকে পরপর তিনবারের নির্বাচিত এমপি গোলাম ফারুক প্রিন্সকে এবার মন্ত্রী বানানো হবে। এটা পাবনাবাসীর গণদাবি। তাকে মন্ত্রিত্ব দেয়া হলে প্রাচীন জেলা তথা ঐতিহ্যবাহী এই জেলায় উন্নয়নের মাত্রা আরও বেগবান হবে।’
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু বলেন, ‘স্বাধীনতার পর থেকে পাবনা সদর আসন থেকে কাউকে মন্ত্রী বানানো হয়নি। পাবনার উন্নয়ন তথা উত্তরাঞ্চলের উন্নয়নের অগ্রযাত্রা গতিশীল করতে পাবনা সদর আসন থেকে গোলাম ফারুক খোন্দকার প্রিন্সকে প্রধানমন্ত্রী মন্ত্রীর মর্যাদায় আসীন করবেন এমন প্রত্যাশাই রাখি।’
নির্বাচিত হওয়ার পরদিনই নবনির্বাচিত সাংসদ গোলাম ফারুক খন্দকার প্রিন্স পাবনায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে পাবনা প্রেসক্লাবে এক মতবিনিময়ে মিলিত হন। সেখানে তিনি বলেন, ‘সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, পর্যটনসহ নানা পরিমণ্ডলে পাবনাকে আধুনিক ও মডেল জেলা গড়তে চাই। পাবনাতে ইকোপার্ক, বিনোদন কেন্দ্র, ঐতিহ্যমণ্ডিত ইছামতি নদী খনন, মাদক নির্মূল, সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ করে জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’