রাজধানীতে চুরির অভিযোগে মা-মেয়ে আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

`মা আর মেয়ে প্রথমে বিভিন্ন এলাকা ঘুরে বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ নেন। কিছুদিন কাজ করার পর সুযোগ বুঝে আস্তে আস্তে বাসাবাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র সরাতে থাকেন। এরই মধ্যে নানাভাবে বাসার লোকজনের বিশ্বাসও আদায় করে নেন মা-মেয়ে। পরে একদিন সুযোগ বুঝে মোটা অঙ্কের টাকা চুরি করে পালিয়ে যান তারা।’

তবে তারা একাই এই চুরির সঙ্গে জড়িত নন। তাদের রয়েছে সঙ্ঘবদ্ধ একটি চুরির চক্র। মা-মেয়ের চুরি করা টাকা পয়সা ও জিনিসপত্র চলে যায় এই চক্রটির হাতে।

বিজ্ঞাপন

এ ধরনের অভিযোগে ও গোপন সংবাদের ভিত্তে এই চক্রের সঙ্গে জড়িত এক মা ও তার মেয়েকে আটক করেছে গুলশান থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) তাদের আটক করা হয় বলে গুলশান থানার পরিদর্শক (অপারেশন) আমিনুল ইসলাম বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেন।

আমিনুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে তাদের নাম ও পরিচয় নিশ্চিত করা যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আরও বিস্তারিত বলা যাবে। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি, এই মা ও মেয়ে একাধিক পরিচয়ে বাসাবাড়িতে কাজ নিতেন। তারপর সুযোগ বুঝে টাকা পয়সাসহ নানা মূল্যবান জিনিসপত্র চুরি করতেন।’

তিনি বলেন, ‘তাদের পিছনে একটি সঙ্ঘবদ্ধ চুরি চক্র রয়েছে বলেও ধারণা করা হচ্ছে। এই মা ও মেয়ের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’