সিইসির মায়ের ইন্তেকাল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

বার্ধক্যজ‌নিত কারণে প্রধান নির্বাচন ক‌মিশনার (সিইসি) কেএম নূরুল হুদার মা বেগম আমেলা খানম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর নওমালা গ্রামের বা‌ড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরহুমার নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নওমালা গ্রামে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৮ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, সিইসির মায়ের মৃত্যুতে নির্বাচন কমিশন ও কমিশন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারিরা গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

বিজ্ঞাপন