ছয় সেকেন্ডে তালা ভাঙে জাহাঙ্গীর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

দিনের বেলায় পুরাতন কাপড় ক্রয়-বিক্রয়ের ছদ্মবেশে মাথায় ঠুকরি নিয়ে বিভিন্ন ফ্ল্যাটে প্রবেশ করে জাহাঙ্গীর। প্রবেশ করেই তালাবদ্ধ কক্ষগুলো চুরি করার জন্য লক্ষ্য নির্ধারণ করেন। যখন কোনো তালাবদ্ধ বাসায় কেউ থাকে না, তখনই ৬ সেকেন্ডের মধ্যে যে কোনো ধরনের তালা ভেঙে মালামাল চুরি করে জাহাঙ্গীর।

বুধবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় চট্টগ্রাম কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে এমন চক্রের কথা জানান ওসি মোহাম্মদ মহসিন। এর আগে ভোরে জাহাঙ্গীর ও রেহেনা বেগম (৫০) কে নগরীর কোতোয়ালি থানার পুরাতন স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। 

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ওসি মোহাম্সদ মহসিন সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে এমন একটি চক্র বাসা-বাড়ির গ্রিল, তালা ভেঙে চুরি করে। গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ চক্রের মূল হোতা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করি। জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানিয়েছে, ৩০ সেকেন্ডে যে কোনো তালা ভাঙতে পারে, কখনও কখনও সময় নেয় মাত্র ৬ সেকেন্ড। এরপর নগরীর পুরাতন স্টেশন এলাকায় বিক্রি করে। অভিযান চালিয়ে বিভিন্ন কোস্পানির অ্যানড্রয়েড ফোন এবং জুতা সামগ্রী উদ্ধার করি। একইসাথে জিনিসপত্র হেফাজতকারী মোছাঃ রেহেনা বেগমকে গ্রেপ্তার করি।

অপরদিকে নগরীর রিয়াজউদ্দিন বাজারে আধিপত্য বজায় রাখতে গিয়ে ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ কাজে সম্পৃক্ত চক্রের সদস্য অলি উল্লাহ মামুন প্রকাশ (২৩) কে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া পৃথক আরেকটি অভিযানে  সন্ত্রাসী মো. কামরুল হাছান প্রকাশ (২৫) কে গ্রেপ্তার করেছি। সে প্রকাশ্যে মানুষকে ছোরার ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত।