Alexa

সবুজবাগে ফ্লাইওভার থেকে পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

সবুজবাগে ফ্লাইওভার থেকে পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের সবুজ অংশের ওপর থেকে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত নোমান নবম শ্রেণী ও তুহিন একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে সুবজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহরাব হোসেন বার্তা২৪.কমকে নিশ্চিত করেন।

মো: সোহরাব হোসেন বলেন, 'এই দুই শিক্ষার্থী নিজেরাই বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। পরে এই দুই শিক্ষার্থী খিলগাঁও ফ্লাইওভারের সবুজবাগ অংশে দ্রুত চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।'

তিনি বলেন, 'এই দুই শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

 

আপনার মতামত লিখুন :