প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ হলেন আবু জাফর রাজু
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে নিয়োগ পেয়েছেন মো. আবু জাফর রাজু। বৃহস্পতিবার (১১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় রাজুকে এ পদে চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে ( যেটি আগে ঘটে) গ্রেড-৬ ভুক্ত ৩৫৫০০-৬৭০১০ টাকা বেতন স্কেলের সর্বোচ্চ ধাপে ৬৭ হাজার ১০ টাকা নির্ধারিত বেতনে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুবিভাগে দুইজন প্রটোকল অফিসার দায়িত্ব পালন করে থাকেন।
উল্লেখ্য, রাজুর বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। তার বাবা সাবেক এমপি মরহুম আব্দুল জব্বার বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। তার ছোটভাই কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।