মোহাম্মাদপুরের বসিলায় জঙ্গি আস্তানা
বাড়ির কেয়ারটেকার ও মসজিদের ইমামকে আটক
জিজ্ঞাসাবাদের জন্য বাড়িটির কেয়ারটেকার ও পাশেই অবস্থিত মসজিদের ইমামকে আটক করেছে র্যাব।
র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বার্তা২৪.কমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
মুফতি মাহমুদ খান বলেন, ‘বাড়ির কেয়ারটেকারকে আটক করা হয়েছে। মূলত বাড়িটিতে কারা যাওয়া আসা করে সবকিছু জানার জন্য তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে।’
একই কারণে ইমামকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন মুফতি মাহমুদ।
আরও পড়ুন: জঙ্গি আস্তানা সন্দেহে বসিলায় একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব
আরও পড়ুন: র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা
আরও পড়ুন: টিন শেডের বাড়িতে একাধিক জঙ্গি থাকতে পারে