চট্টগ্রামে ওয়াগন লাইনচ্যুত হয়ে খালে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লাইনচ্যুত তেলবাহী ওয়াগন, ছবি:বার্তা২৪

লাইনচ্যুত তেলবাহী ওয়াগন, ছবি:বার্তা২৪

চট্টগ্রাম হয়ে হাটহাজারী বিদ্যুৎকেন্দ্রে যাওয়ার পথে তেলবাহী তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ওয়াগন সেতু ভেঙে খালে পড়ে যায়। ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

সোমবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া তিনটায় উপজেলার পশ্চিম দেওয়ান নগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যান।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/29/1556537106478.jpg

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম রেলওয়ে বিভাগীয় কর্মকর্তা মো. নাসির উদ্দীন বার্তা২৪.কমকে বলেন, ‘হাটহাজারীর পাওয়ার প্ল্যান্টের উদ্দেশ্য ফার্নেস ওয়েল নিয়ে তিনটি ওয়াগন স্টেশন ছেড়ে যায়। দেওয়াননগর এলাকায় সেতু অতিক্রম করার সময় সেগুলো লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি ওয়াগন সেতু ভেঙে পড়ে গেলেও খুব বেশি তেল পড়েনি। ইতোমধ্যে পাহাড়তলী এলাকা থেকে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। প্রতি ওয়াগনে সাড়ে ২৪টন ফার্নেস ওয়েল ছিল বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/29/1556537127370.jpg

হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বার্তা২৪.কমকে জানান, তেলগুলো যাতে হালদা নদীতে মিশে যেতে না পারে সেজন্য স্থানীয়দের সহায়তায় বাধ দেওয়া হচ্ছে।