চট্টগ্রামে ৩০ হাজার টাকার জন্য নারী খুন
ভয়-ভীতি দেখিয়ে ৩০ হাজার টাকা আদায় করতে না পেরে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীর স্ত্রী রোকসানা আক্তার মনিকে খুন করা হয়। খুনের সঙ্গে জড়িত সোহেল নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ মে) দুপুরে নগরীর কোতয়ালি থানায় সাংবাদিকদের এই কথা জানান চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম ও অপারেশন) আমেনা বেগম।
এর আগে মঙ্গলবার দুপুরে কোরবানি এলাকায় নিজ বাসায় ছুরিকাঘাতে খুন হন স্ত্রী রোকসানা আক্তার মনি। আহত হন ছেলে আব্দুল আজিজ। ঘটনার পর গভীর রাতেই কর্ণফুলী উপজেলা থেকে গ্রেফতার করা হয় মো. সোহলে নামের এক আসামিকে। গ্রেফতারের পর জিজ্ঞসাবাদে খুনের প্রাথমিক কারণ জানতে পারে পুলিশ।
গ্রেফতার সোহেল রোকসানার স্বামী ব্যবসায়ী আবুল কাশেমকে মামা বলে সম্বোধন করতেন। সে চন্দনাইশ উপজেলার দোহাজীর ঈদ পুকুর নামক এলাকার জামাল উদ্দিনের ছেলে। ঘটনার সময় রোকসানা ও তার ছেলে বাসায় একা ছিলেন।
সংবাদ সম্মেলনে আমানে বেগম জানান, সোহেল ৩০ হাজার টাকা আদায় করার জন্য ওই বাসায় যান। তার সঙ্গে থাকা ছুরি এবং খেলনা পিস্তল দিয়ে রোকসানাকে ভয় দেখিয়ে টাকা আদায় করার চেষ্টা করেন। কিন্তু রোকসানা টাকা না দেওয়ায় তাকে ছুরিকাঘাত করেন সোহেল। পরে ওই অবস্থাতেই খাটের উপরে তার শরীরে আগুন ধরিয়ে দেন। আগুনে শরীরের কিছু জায়গা পুড়ে যায়। এরপরে ঘরের ল্যাপটপ, মোবাইল, ঘড়ি, স্বর্ণালংকার চুরি করে নিয়ে যান সোহেল। যাওয়ার আগে ছেলে আজিজকেও ছুরিকাঘাত করেন সোহেল।