চট্টগ্রাম শিক্ষাবোর্ডে জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মোট ১৯০টি কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ছিল ১ লাখ ৪৯ হাজার ৯৯২জন। এর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৮৫১ জন শিক্ষার্থী পাস করেছেন। শিক্ষাবোর্ডের পাসের হার ৭৮ দশমিক ১১ শতাংশ। যা গত বছর ছিল ৭৫ দশমিক ৫০ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৯৩ জন। যা গত বছর ছিল ৮ হাজার ৯৪ জন। এবার পাসের হার বাড়লেও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে।
ফলাফলে দেখা যায়, জিপিএ-৫ প্রাপ্তির মধ্যে মেয়েরা এগিয়ে রয়েছে। ৭ হাজার ৩৯৩ জন জিপিএ-৫ এর মধ্যে ৩ হাজার ৭৪১ জন মেয়ে ৩ হাজার ৬৫২ জন ছেলে।
মোট জিপিএ-৫ প্রাপ্তির মধ্যে বিজ্ঞানের হচ্ছে ৬ হাজার ৯৫৪জন শিক্ষার্থী। এর মধ্যে মেয়ে ৩ হাজার ৪১০জন। মানবিকের হচ্ছে মাত্র ২৭জন, এর মধ্যে ২৪ জন মেয়ে। ছেলে মাত্র ৩ জন। ব্যবসা শিক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৪১২ জন। এর মধ্যে ৩০৭ জন মেয়ে।
গত বছর মোট ৮ হাজার ৯৪ জন জিপিএ-৫ প্রাপ্তির মধ্যে ৪ হাজার ১৭২ জন মেয়ে ছিল, ৩ হাজার ৯২২জন ছিল ছেলে।
বোর্ডের ঘোষিত ফলাফলের মধ্যে চট্টগ্রাম নগরে পাসের হার ৮৪ দশমিক ৩৮। জেলায় পাসের হার ৭৮ দশমিক ৬০, চট্টগ্রাম মহানগরসহ পাসের হার ৮০ দশমিক ৫৮ শতাংশ।
বান্দরবানে এবার পাসের হার ৬৫ দশমিক ৩৬, খাগড়াছড়িতে এবার পাসের হার ৬৫ দশমিক ৪৬। রাঙ্গামাটিতে এবার পাসের হার ৬৮ দশমিক ৭৫। কক্সবাজারে এবার পাসের হার ৭৮ দশমিক ৪৮।
এছাড়াও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবার পাসের হার ১ শতাংশ কমেছে। এবার পাসের হার ৮৪ দশমিক ৩৮। গতবছর ছিল ৮৫ দশমিক ২২ শতাংশ।
এবার মোট ফলাফলের মধ্যে বিজ্ঞানে পাসের হার ৯১ দশমিক ৪৬শতাংশ। মানবিকে ৬৫ দশমিক ৭৯ শতাংশ। ব্যবসা শিক্ষায় ৮০ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বার্তা২৪কে বলেন, চট্টগ্রামের সামগ্রিকভাবে পাসের হার ভালো হয়েছে। সামনে শিক্ষার্থীরা আরও বেশি পরিশ্রম করলে ফলাফল আরো ভালো করতে পারবে।