২০ টাকায় চাল, ৪০ টাকায় চিনি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

স্বল্প মূল্যে চাল ও চিনি বিক্রি করছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সদস্যরা। ছবি: বার্তা২৪.কম

স্বল্প মূল্যে চাল ও চিনি বিক্রি করছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সদস্যরা। ছবি: বার্তা২৪.কম

রমজানের প্রথম দিন থেকে স্বল্প মূল্যে চাল ও চিনি বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স। ভর্তুকি মূল্যে দুই ভোগ্যপণ্য চাল ২০ ও চিনি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এক্ষেত্রে প্রতিদিন পাঁচ কেজি চাল ও দুই কেজি চিনি কিনতে পারবেন ক্রেতারা।

মঙ্গলবার (৭ মে) সকালে নগরীর আগ্রাবাদ চেম্বার অব হাউসের সামনে ভর্তুকি মূল্যে পণ্য ক্রয়ের উদ্বোধন করেন চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।

বিজ্ঞাপন

উদ্বোধনের সময় তিনি জানান, যে কেউ লাইনে দাঁড়িয়ে চিনি ও চাল কিনতে পারবেন। পবিত্র রমজানে রোজাদারদের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে চেম্বারের পরিচালক সৈয়দ ছগীর আহমদ, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, আলমগীর চৌধুরী, অঞ্জন শেখর দাশ উপস্থিত ছিলেন। এ কার্যক্রমে আতপ ও সিদ্ধ দুই প্রকারের চাল কেনার সুযোগ থাকছে ক্রেতাদের।

বিজ্ঞাপন