চট্টগ্রামে ছেলের ঝগড়া মিটাতে গিয়ে বাবা খুন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রামের মুরাদপুর ষোলশহর ফিলখানায় ছেলের ঝগড়া মিটাতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন বাবা মোস্তাক আহমেদ (৩৫)।

শুক্রবার (১০ মে) রাতে তারাবিহ নামাজের সময় ফিলখানা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাক ফিলখানা এলাকায় পান দোকান ব্যবসায়ী ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় ব্যবসায়ী তমল ধর বার্তা২৪.কমকে জানান, তারাবিহ নামাজের সময় ফিলখানা মসজিদের সামনে মোস্তাকের বড় ছেলেকে মারতে আসে ষোলশহর রেল স্টেশন এলাকার কিছু বখাটে ছেলে। এসময় মোস্তাক বাধা দিতে গেলে তাকে ছুরি মারে এক বখাটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মোস্তাকের স্ত্রী নাজমা বেগম বার্তা২৪.কমকে বলেন, আমি আমার স্বামীর হত্যার বিচার চাই।

বিজ্ঞাপন

এ ঘটনায় সাজ্জাদ এবং করিম নামে দু’জন আটক করেছে পুলিশ।