চট্টগ্রামে ফুলকলির ৭ লাখ টাকা জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ফুলকলি/ ছবি: সংগৃহীত

ফুলকলি/ ছবি: সংগৃহীত

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে চট্টগ্রামে ফুলকলির মালিককে সাত লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) এর ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ মে) চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান অভিযানে যান। অভিযানে প্রতিষ্ঠানটি নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করার বিষয়টি উঠে আসে।

বিজ্ঞাপন

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মাশকুর রহমান ফুলকলির জরিমানার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বার্তা২৪.কম-কে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই বাকলিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে ফুলকলি প্রতিষ্ঠানের কারখানায় অস্বাস্থ্য ও নোংরা পরিবেশে খাবার তৈরি হচ্ছিল। পরে কারখানার মালিককে সাত লাখ টাকা জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়।

চট্টগ্রামে এই ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন