কয়েদিদের জন্য ফ্যান-টেলিভিশন দিলেন মেয়র নাছির

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

কয়েদিদের জন্য ফ্যান-টেলিভিশন দিচ্ছেন মেয়র নাছির, ছবি: বার্তা২৪.কম

কয়েদিদের জন্য ফ্যান-টেলিভিশন দিচ্ছেন মেয়র নাছির, ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তীব্র তাপদাহে অতিষ্ঠ কারাবন্দীদের প্রশান্তি ও বিনোদনের লক্ষে পাঁচশ সিলিং ফ্যান ও ৫০টি এলইডি টেলিভিশন প্রদান করেছেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কারাগারের সম্মেলনে এক সভা শেষে কারা কর্তৃপক্ষের কাছে ফ্যান ও টেলিভিশন হস্তান্তর করে।

বিজ্ঞাপন

এ সময় মেয়র বলেন, 'কারাজীবন শেষে আপনাদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে। পরিবার ও দেশকে এগিয়ে নেওয়ার লক্ষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে।'

মেয়র কারাগারে ধারণক্ষমতার অধিক বন্দী থাকা নিয়ে উদ্বেগের কথা জানান।

বিজ্ঞাপন

আলোচনা সভায় চট্টগ্রাম জেল সুপার কামাল উদ্দিন, বেসরকারি কারা-পরিদর্শক কাউন্সিলর জেসমিন পারভীন, কাউন্সিল শৈবাল দাশ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ধারণ ক্ষমতা এক হাজার  ৮৫৩ জন হলেও অবস্থান করছেন দশ হাজারের অধিক কয়েদি।

এর আগে গত ২১ এপ্রিল শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল কারাগার পরিদর্শন শেষে ঢাকার ন্যায় চট্টগ্রামে কারাগার নির্মাণ ও সম্প্রসারণের কথা জানিয়েছিলেন।