সীতাকুন্ডে শিপ ইয়ার্ডে দগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

দগ্ধ শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে, ছবি: বার্তা২৪.কম

দগ্ধ শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে, ছবি: বার্তা২৪.কম

 

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার শিপ বেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় আগুনে দগ্ধ হয়ে রুবেল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও চার শ্রমিক।

বিজ্ঞাপন

বুধবার (১৫মে) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার বারআউলিয়া হাইওয়ে থানার কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-মামুন ইসলাম, মো. জলিল, মাসুদ ও সোহেল। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দীন তালুকদার বার্তা২৪.কমকে জানান, জাহাজ কাটার সময় আগুনে পুড়ে এক শ্রমিক মারা গেছেন। এসময় ঝলসে গেছে আরও চার শ্রমিকের শরীর। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের অধিকাংশের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। প্রয়োজনে তাদের ঢাকায় পাঠানো হতে পারে।