Alexa

হালদায় নমুনা ডিমের অপেক্ষায় জেলেরা

হালদায় নমুনা ডিমের অপেক্ষায় জেলেরা

ছবি: সংগৃহীত

এশিয়ার একমাত্র কার্প জাতীয় মাছের অভয়াশ্রম হালদা নদীতে মা মাছ নমুনা সংগ্রহে অপেক্ষা করছেন জেলে ও ডিম আহরণকারীরা। তবে দিনভর নমুনা ডিম দেখা না মিললেও রাতে ডিম সংগ্রহরে আশা করছেন জেলে ও বিশেষজ্ঞরা।

এর আগে শুক্রবার (২৪ মে) দিনভর ভারী বর্ষণ ও বৃষ্টিতে হালদা নদীতে পাহাড়ি ঢল নামে। এতে জেলে ও ডিম আহরণকারীরা বিপুল নমুনা ডিম সংগ্রহের আশা করেন।

জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ও হালদা গবেষক অধ্যাপক ড. মঞ্জুরুল হক কিবরিয়া বার্তা২৪.কমকে বলেন, ‘সকাল থেকে জেলে ও ডিম আহরণকারীর নমুনা ডিমের জন্য অপেক্ষা করে আসছে। এখনো সংগ্রহ করা যায়নি। তবে আশা করছি রাতে মা মাছের ডিম সংগ্রহের সম্ভাবনা রয়েছে।’

উল্লেখ্য, প্রতি বছর চৈত্র থেকে আষাঢ় মাসের মাঝামাঝি সময়ে পাহাড়ি ঢল নামে হালদা নদীতে। এছাড়া শুক্রবার প্রথমে ভারী বর্ষণ, পরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এ সময় কার্প জাতীয় মা মাছ ডিম ছাড়ে। ডিম সংগ্রহকে কেন্দ্র করে জেলে ও ডিম আহরণকারীদের মাঝে উৎসবের শুরু হয়।

আপনার মতামত লিখুন :