সাংবাদিকের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের নিন্দা সিইউজে’র

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পর্ষদের সভায় সাংবাদিক প্রতিনিধি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব মহসিন কাজীর সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

মঙ্গলবার (২৮ মে) এক বিবৃতিতে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দীন দুলাল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস এ নিন্দা ও ক্ষোভ জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, চট্টগ্রাম ওয়াসার বোর্ড সভায় নগরীতে পানি সরবরাহে অব্যবস্থাপনা, খোঁড়াখুঁড়িতে নাগরিক ভোগান্তি, ভুতুড়ে বিলে হয়রানিসহ বিভিন্ন সময় নিয়ে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের উপর ক্ষোভ প্রকাশ করেন বোর্ডের সদস্য সোলায়মান শেঠ। ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তিনি কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন।

ঐ সময় সাংবাদিক প্রতিনিধি মহসিন কাজী প্রকাশিত সংবাদ নিয়ে বক্তব্য থাকলে বিধি মোতাবেক অভিযোগের অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে সোলায়মান শেঠ আরও ক্ষিপ্ত হয়ে উঠে চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।

বিজ্ঞাপন

নেতৃবৃন্দ জানান, প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত করতে ভুতুড়ে বিলের বোঝা চাপিয়ে এবং রমজানে বিভিন্ন এলাকাকে পানিবঞ্চিত করে সরকারকে জনগণের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার অপচেষ্টা চলছে।

সিইউজের নেতারা জানান, নিয়মানুযায়ী ওয়াসার পরিচালনা পর্ষদে গ্রাহকদের একজন প্রতিনিধি রাখার বিধান রয়েছে। এ পদে সোলায়মান আলম শেঠ ২০১২ সালে নিয়োগ পান। বিধি অনুযায়ী তার মেয়াদ ২০১৫ সালে শেষ হয়েছে। কিন্তু তিনি রহস্যজনকভাবে আরও চার বছর অতিরিক্ত দায়িত্ব পালন করার মাধ্যমে সরকারের কার্যক্রম প্রশ্নবিদ্ধ করেছেন।

উল্লেখ্য, গত ২৫ মে ওয়াসার বোর্ড সভায় গ্রাহক হয়রানি, নিরবিচ্ছিন্ন সেবা প্রদানে ব্যর্থতা, কর্মকর্তাদের অনিয়ম ও কাজের সমন্বয়হীনতা খুঁজে বের করতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে চট্টগ্রাম ওয়াসা। সোলায়মান শেঠ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরের সভাপতি।