ঝড়ো হাওয়ায় সদরঘাটে লঞ্চ চলাচল বন্ধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

লঞ্চগুলো সদরঘাটে নোঙর করে রাখা হয়েছে, ছবি: বার্তা২৪.কম

লঞ্চগুলো সদরঘাটে নোঙর করে রাখা হয়েছে, ছবি: বার্তা২৪.কম

ঝড়ো হাওয়ার কারণে ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রোববার (২ জুন) সকাল সাড়ে ১০টায় এ ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা নদীবন্দর নৌযান পরিদর্শক দীনেশ কুমার সাহা।

loun

বিজ্ঞাপন

তিনি বার্তা২৪.কমকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত থাকায় ঢাকা নদীবন্দরের সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

এদিকে, ঝড়ো হাওয়ার মধ্যেও যাত্রীরা টার্মিনালে আসছেন। অনেকেই লঞ্চের ভেতরে অবস্থান নিয়েছেন।