ফাঁকা হতে শুরু করেছে চট্টগ্রাম নগরী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম ছাড়ছেন যাত্রীরা, ছবি: বার্তা২৪

চট্টগ্রাম ছাড়ছেন যাত্রীরা, ছবি: বার্তা২৪

পরিবার আর আত্মীয়স্বজনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরমুখী চট্টগ্রাম নগরের বাসিন্দারা। ভোগান্তি এড়াতে কেউ কেউ আগেই রওয়ানা দিয়েছেন। ফলে ফাঁকা হতে শুরু করছে চট্টগ্রাম।

রোববার (২ জুন) চট্টগ্রামের অলংকার, একে খান ও বটতলী বাস স্টেশন ঘুরে চোখে পড়ে কাউন্টারে যাত্রীদের উপচে পড়া ভিড়। যখনই কাউন্টারে বাস আসছে তখনই নিজের সিট খুঁজে নিতে ব্যস্ত হয়ে পড়ছেন যাত্রীরা। কেউ একা, কেউবা পুরো পরিবারসহ ছুটছেন গন্তব্যে। অনেকে আবার কাউন্টারে এসে সংগ্রহ করছেন টিকিট।

বিজ্ঞাপন

আব্দুল খালেক নামের এক যাত্রী ঢাকায় যাওয়ার জন্য নন এসি টিকিট কেটেছেন। তিনি বার্তা২৪.কমকে জানান, আজ ছুটি পেলাম। শেষ দুদিন রাস্তায় জ্যাম থাকে। তাই আগেভাগে বাড়ি যাচ্ছেন। 

যাত্রীদের চাপ সামলাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে বাস কাউন্টারগুলোতে। যাত্রীদের প্রত্যাশিত টিকিট দিতে পেরে সন্তুষ্ট তারাও।

বিজ্ঞাপন

অলংকার বাস কাউন্টারে হানিফ এন্টারপ্রাইজের বাস ম্যানেজার আজিজুর রহমান স্বপন বার্তা২৪.কমকে জানান, গতকাল থেকে যাত্রীর সংখ্যা বেড়েছে। আজ ও আগামীকাল যাত্রীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে। পথে যানজট না থাকায় নির্দিষ্ট সময়ে গাড়ি পৌঁছে যাচ্ছে।

এদিকে, ট্রেন পথে বাড়ি ফিরছেন ঘরমুখী যাত্রীরা। ট্রেনে ভিড় থাকলেও অধিকাংশ ট্রেন সময় অনুযায়ী ছেড়ে গেছে।

চট্টগ্রাম বটতলী রেলওয়ের স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বার্তা২৪.কমকে বলেন, ‘আজ ও কাল ভিড় বেশি। তবে সময় অনুযায়ী ট্রেন পৌঁছে গেছে।’