চট্টগ্রামে এমএলএম ব্যবসার ৭ কর্মকর্তা আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

এমএলএম প্রতিষ্ঠান এনেক্স ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড/ ছবি: সংগৃহীত

এমএলএম প্রতিষ্ঠান এনেক্স ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড/ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর কাজির দেউড়িতে ভিআইপি টাওয়ারের চতুর্থ তলায় মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান এনেক্স ওয়ার্ল্ডওয়াইড লিমিটেডে অভিযান চালিয়ে সাতজনকে আটকে করেছে পুলিশ। ই-কমার্সের আড়ালে ডেসটিনির আদলে গড়ে উঠা এমএলএম ব্যবসার মাধ্যমে প্রতারণার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক সাতজন হলেন- অপু দাশ (২৯), রাজীব দাশ (৩৯), রাজীব তালুকদার (৪০), উজ্জ্বল সেন (৪১), রবিন মিত্র (৩৩), সুমন বিশ্বাস (৩৮) ও রঞ্জিত গুহ (৪৮)। মঙ্গলবার (১৮ জুন) রাতে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/19/1560932319615.jpg

চট্টগ্রাম কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, আটক সাতজন এনেক্স ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড নামে কথিত একটি এমএলএম কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রতারণা ও বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের দায়ে সরকার কর্তৃক বন্ধ করে দেওয়া এমএলএম কোম্পানি ‘ডেসটিনি-২০০০ লি:‘ এর কথিত ডায়মন্ড এক্সিকিউটিভরাই ‘এনেক্স ওয়ার্ল্ডওয়াইড’ নামের প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে কাজ করছেন।