কুমিল্লায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

দুই শিশুর মরদেহ, ছবি: বার্তা২৪

দুই শিশুর মরদেহ, ছবি: বার্তা২৪

কুমিল্লার লাকসামে ডোবার পানিতে ডুবে আবদুল্লাহ বোরহান (৬) ও আবদুল্লাহ রায়হান (৪) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে শহরের পশ্চিমগাঁও সোয়াছয়আনী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই দুই সহদোর লাকসাম এসিল্যান্ড অফিস সংলগ্ন পশ্চিমগাঁও সোয়াছয়আনি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মাজহারুল ইসলামের ছেলে। নিহত আবদুল্লাহ বোরহান লাকসাম আল-আমিন ইন্সটিটিউটের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

বিজ্ঞাপন

নিহতদের পিতা মুফতি মাওলানা মাজহারুল ইসলাম বার্তা২৪.কমকে জানান, তিনি জোহরের নামাজ পড়াতে মসজিদে যাওয়ার পর তার স্ত্রী নাছরিন আক্তার ঘরে নামাজ পড়ছিলেন। এ সময় বোরহান ও রায়হান খেলার ছলে ঘরের পাশে ডোবার পাড়ে যায়। নামাজ শেষে নাছরিন আক্তার তাদের না দেখে বিভিন্ন দিকে খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে স্থানীয়রা ডোবার পাড়ে তাদের জুতা দেখে পানিতে নেমে খুঁজতে থাকে। পরে দু’জনকে উদ্ধার করে লাকসাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এরআগে গত দেড়মাস পূর্বে মাওলানা মাজহারুল ইসলামের বড় ছেলে মো. ফারহান উদ্দিন (১২) মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। পরপর তিন সন্তানকে হারিয়ে শোকে কাতর পিতা-মাতা ও আত্মীয়-স্বজনরা।

বিজ্ঞাপন