রেজাল্ট পাওয়ার আগেই এইচএসসি ফলপ্রার্থীর আত্মহত্যা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

নিহতের মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নিহতের মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

চট্টগ্রামের রাউজান উপজেলায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার ভয়ে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার শিকদাই শশি মহাজনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শ্রী প্রিয়া দে (১৮) গহিরা ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেন। সে শ্রী রকেট দে'র মেয়ে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দীন তালুকদার এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কিশোরী গত বছর এইচএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হন। আজকেও ফলাফল খারাপ হতে পারে এমনটা ভেবে সে এমন কাণ্ড করে থাকতে পারে। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

অপরদিকে চট্টগ্রামের আরেক উপজেলা মিরসরাইয়ের করেরহাট এলাকা থেকে শামিনা আক্তার ময়না নামে এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিদুয়ান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।